পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“》8义 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । * [৪ খণ্ডের চার করিতে লাগিল । ফলতঃ ভিন্নদেশীয় এত লোক তাহাদের প্রচারিত সুসমাচারে বিশ্বাস করিল যে খ্রীষ্টের স্বৰ্গারোক্ষণের ৮• বৎসর পরে প্রিনি নামে পন্তস্ ও বিথুনিয়ার শাসনকৰ্ত্ত টেজান মহারাজকে এ বিষয়ে এই পত্র লিখিয়াছিলেন, যথা; “ এইক্ষণে আমার কী করী কৰ্ত্তব্য ? কারণ সকলে স্ব ২ ধৰ্ম্ম ত্যাগ করিয়া খ্রীষ্টধৰ্ম্ম গ্রচ৭ করিতেছে। স্ত্রী পুরুষ, আবাল বৃদ্ধ, ভদ্রাভদ্র অনেকে অপবাদিত হইতেছে, ইহার পরেও হইবে। আর এই বৈধৰ্ম্ম্য কেবল নগরে ২ প্রচলিত হৃষ্টয়াছে তাঙ্কা নয়, কিন্তু ক্ষুদ্র ২ গ্রামেও ব্যাপিয়াছে। দেবগণের মন্দির সকল প্রায় লোককর্তৃক ত্যক্ত হইয়াছে, ও ধৰ্ম্মোৎসৰ স্থগিত হইয়াছে ; এবং উৎসগের কারণ যে বলি হাটে জানা যায়, তাহা প্রায় কেক ক্রয় করে ন! P এই পত্রের কথা বিবেচনা করিলে, জিস্টর জানা যায়, যে পন্তস ও বিথুনিয়া দেশে খ্ৰীষ্টধৰ্ম্ম, তৎকালে অতিশয় বৃদ্ধি পাইয়াছিল ; এবং পৃথিবীর অন্যান্য ভাগে তদ্রুপ বৃদ্ধি পাইয়াছে, ইহাও আমরা সত্য ইতিহাসদ্বারা জ্ঞাত হইতেছি। জীর একটি আশ্চর্য্য কথা এই, যে কোন ব্যক্তি