পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়। খ্ৰীষ্টকৃত প্রায়শ্চিত্তের বিষয়। ? ? “ পরমেশ্বর অামাকে কহিয়াছেন, তুমি আমার পুত্র, অামি অদ্যই তোমাকৈ জন্ম দিলাম।” ২ গী ৭ । এই তিন কারণ প্রযুক্ত ধৰ্ম্মপুস্তকে যীশু খ্ৰীষ্ট ঈশ্বরের পুত্ৰ ৰূপে প্রসিদ্ধ হন। ৩। প্রায়শ্চিত্ত বিষয়ক আপত্তি 1. প্রভু যীশু খ্ৰীষ্ট মনুষ্যদের পাপের যে প্রায়শ্চিত্ত করিয়াছিলুেন, ঐ বিষয়েও কেহ ২ মিথ্যা আপত্তি করে। বুঝি তাহার কারণ এই হইবে, ষে তাহারা পাপত্যাগ ও পরমেশ্বরের সহিত সন্মিলন করিতে চাহে না, তজ্জন্য কথায় ২ আপত্তি করে । দেখ, আপত্তিকারকেরাও বিশেষতঃ মুসলমানের স্বীকার করে, যে পরমেশ্বর মনুষ্যদের আহারার্থে নির্দেষি পশুগণকে হত্যা করিতে অনুমতি দিয়াছেন ; এবং শাক সৰঞ্জী প্রভৃতির সুখ’ দুঃখ বোধ আছে ইহা জানিয়াও হিন্দুক্স আপন২ প্রাণ ধারণার্থে প্রত্যহ ঐ, সকন্তু নিরপরাধি-বস্তুর প্রাণ নষ্ট করিয়া খাইয়া থাকে। তবুে-ঈশ্বর ষে আমাদের আত্মার কল্যাণার্থে এক নিৰ্দ্দোষি ব্যক্তিকে দুঃখ ভোগ করান, ইহাতে কী আশ্চৰ্য্য ? এই কথা দৃষ্টান্ত মাত্র বটে; কিন্তু খ্ৰীষ্ট কৃত প্রায়শ্চিত্তের ভুরি ২ প্রমাণ ধৰ্ম্মপুস্তকে আছে। " jo