$的8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের তাহার পক্ষে উপযুক্ত নহে। সেই কুধৰ্ম্মে মনুষ্যের দেীৰ্ব্বল্য, দুঃখ, ও পাপের বিষয়ে কিছুই লেখা আছে বটে, কিন্তু তাহার যথার্থ ও সম্পূর্ণ বিবরণ তাহাতে পাওয়া যায় না। মনুষ্যের প্রাথমিক পবিত্রতা ও সদুগুণের বর্ণনা ও তাহার পাপী হুইবার বৃত্তান্ত এবং পাপহইতে ত্ৰাণ পাইবার উপায় ; অধিকন্তু সে কী প্রকারে পুনৰ্বার উক্ত পবিত্রত ও মুখাবস্থা পাইতে পারে; অথচ ঈশ্বরীর জ্ঞান প্রাপ্ত হইয়া পরমানন্দে মগ্ন হয়; এই ২ সকল অতি প্রয়োজনীয় বিষয়ের সম্পূর্ণ ও তৃপ্তিজনক বিবরণ খ্ৰীষ্টীয় মত ভিন্ন আর কিছুতে পাওয়া যায় না । কেবল এই ধৰ্ম্মে মনুষ্যের আদ্যন্ত বিবরণ সুস্পষ্টৰূপে বর্ণিত হইয়াছে। বিশেষতঃ তন্মধ্যে তাহার 'মানসিক মুর্ভির সম্পূর্ণ আকৃতি চিত্রিত হইয়াছে তাহাতে ধে কেহ সরল চক্ষুতে মনোযোগ পূর্বক তাহা দেখে, সে অৰশ্ব স্বীকার করিবে যে এ আমার প্রক্তিমূৰ্ত্তি বটে। তাছাতে এই ২ প্রকার উপদেশ লেখা আছে, যে পবিত্র হওয়া এবং সমস্ত অন্তঃকরণের সহিত ঈশ্বরকে প্রেম করা মনুষ্যদের ऊंक्लिङ ड्क्ल, ठोङ् ब| इझेदन তাহারা পরম সুখভোগ করিতে পারিবে না; কেননা পাপ প্রযুক্ত
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮৫
অবয়ব