পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] হিন্দুধর্মে পরমননের উপায় নাই। ১ ৭৫ এই অবধি আমি পাপের , কৰ্ম্ম সকল অভিশাপজনক জ্ঞান করিয়া ত্যাগ করিব; কারণ ঈশ্বরের দয়া না হইলে সে অামাকে এবং জগতের সমুদয় লোককে ইহকাল ও পরকালের নিমিত্তে বিনষ্ট করিত ; অধিকন্তু তাহ আমার প্রভুর দুঃখভোগ ও মৃত্যুর কারণ ছিল। অতএব গাপের সঙ্গে আর আমার কোন সম্পর্ক খেন না হয়। যদ্রপ আমার প্রভু পাপের জন্যে একু বার মরিয়া আর মরিবেন না, তদ্রুপ ঈশ্বর আমার সহকারী হওয়াতে আমি ইহার পরে আর পাপ করিব না। আহা! আমি মরি, সেও ভাল, তথাচ পাপ যেন না করি।” : হে প্রিয় হিন্দুগণ ! এ বিষয়ে বিবেচনা করিয়া দেখ, তোমাদের ধৰ্ম্মে ইহার কোন উপায় নাই, তুর্থাৎ তাঁহাতে পরামননের কোন কারণ দর্শার না। বেদ ও শাস্ত্র এবং পুরাণের কান স্থলে ঈশ্বর পবিত্র অর্থাৎ নিম্পপ শাসনকৰ্ত্তাৰূপে । প্রকাশিত হন নাই, অথচ তিনি যে পবিত্র ও ন্যায় ব্যবস্থাদ্বারা এই জগৎ সমুদুর শাসন করিতেছেন, ইহা ঐ সকল পুস্তকের মধ্যে লেখা নাই। পরমেশ্বর মনুষ্যকে পরামনন ও পাপবৃণা ও পবিত্র আচরণ করিবার শক্তি দেন, এ কথা হিন্দু শা