পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心 হিন্দুধর্ম श्रंीश्वरः । [$ খণ্ডের লেন; পরে ধৃষ্টদ্যুমু আসিয়া তাহার শিরশ্চেদন করিল । মহাভারতে আরও লেখা আছে, যে দুৰ্ব্বাস মুনির শাপে কৃষ্ণের ও র্তাহার সকল কুটুম্বের নাশ হইয়াছিল। পুনশ্চ, শাস্ত্রলিখিত দেবগণের পরস্পর বিরোধ ও যুদ্ধের কথা বিরেচনা করিলে জানা যায়, যে তাহাদের মধ্যে এক জন ও সৰ্ব্বশক্তিমান নহেন । দেখ, রামায়ণের আরণ্যকাণ্ডে লেখা আছে, এক সময়ে ধনুকের জন্যে শিবেতে আর বিষ্ণুতে বড় যুদ্ধ হইয়াছিল। ইহঁদের মধ্যে যদি এক জনও সৰ্ব্বশক্তিমান হইতেন, তবে অন্য জন তাহার সম্মুখে কী প্রকারে দাড়াইতে পারিতেন? পুনশ্চ লিঙ্গপুরাণে লেখে, দধীচি নামক শিবের এক জন ভকু বিষ্ণু ও তাহার উপাসক সকলকুে পরাজয় করিল। জার দক্ষযজ্ঞে যীরভদ্র নামক শিবকৃত

  • মহাভারতে লেখা আছে, যে কৃষ্ণের মৃত্যুর পর যখন অৰ্জ্জুন তাহার স্ত্রীগণকে দ্বারকাহইতে হস্তিনাপুরে লইয়া ঘাইতেছিলেন, তখন পথের মধ্যে দসু্যরা আসিলে অৰ্জ্জুন তাঁহাদিগকে বাণদ্বারা মারিতে চাহিলেন, কিন্তু সে সময়ে তাহার ধনুবাণ বন্ধ হইয়া গেলে তিনি অনেক যতন করিয়াও তাছা খুলিতে পারিলেন না । পরে আপনাকে পরাস্তু মানিয়া রোদন করিতে লাগিলেন, আর দসু্যরা স্ত্রী সকলের বস্ত্র ও অলঙ্কার লুটিয়া লইল ।