পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] সুমেরু পৰ্ব্বতের বর্ণনা । や 。 ক্রোশ উচ্চ এক ২ বৃক্ষ আছে। সে পৰ্ব্বতের উপর বিষ্ণু শিব ইন্দ্রাদি দেবতা সকলের বাস স্থান झ् * \**

  • ভিন্ন ২ শাস্ত্রে এবং পূরাণে ੋਂ পৰ্ব্বতের বর্ণনা বড় বিপরীত রূপে করিয়াছে। বিষ্ণু পুরাণে সুমেরু পৰ্ব্বতের আকৃতি গোল অথচ উল্টা চূড়ার ন্যায় বর্ণনা করে। পদম পুরাণে তাহাকে ঘণ্টাকৃতি ধুতুরা ফুলের সহিত তুলনা দেয়। বায়ু পুরাণে কহে তাঙ্কার চতুষপার্শ্বে ভিন্ন ২ রা আছে ; পূৰ্ব্বদিগে শ্বেতবর্ণ, দক্ষিণে পীতবর্ণ, পশ্চিমে কৃষ্ণবর্ণ এবং উত্তরে রক্তবর্ণ। অত্রিযুনি তাহাকে শত কোণী রূপে বর্ণনা করে ; ভূপ্ত তাহাকে সহস্র কোণ বঙ্গে । সাবfণ বলে অষ্ট কোণ1; ভাগুরি কহে চতুষ্কোণা, এবং বর্ষায়ণী কহে তাহার সহস্ৰ কোণ আছে। গলিব তাকে রেকবাকৃতি কহে ; গর্গ কহে সুমের চুলের বেণীর মত পেঁচাল ; এবং অন্যেরা তা হাকে গোলাকৃতি কহে । লিঙ্গ পুরাণে তাহার পূৰ্ব্বপাশ্বকে পদ্মরাগমণিবৎ রাঙ্গ কহে ; দক্ষিণ পার্শ্ব পদমবৎ, তাছার পশ্চিম পার্শ্ব স্বর্ণবৎ এবs উত্তর পাশ্ব প্রবালবৎ। বায়ু পুরাণে সুমেরুর যে রূপ বর্ণ কহি, য়াছে মৎস্যপুরাণেও তদ্রুপ কহে, ফলতঃ উভয়েতে এই শ্লোক আছে, যথা ৮ • * ." . :感$

চন্তর্বর্ণমুসোবর্ণশ্চত্তরসুঃ সমুদ্ভুিতঃ। অর্থাৎ “ চৱৰ্বর্ণ স্বর্ণবং চত্বকোণ এবং উচ্চ।” কিন্তু বায়ু পুরাণের এক স্থানে তাহার চূড়াকে রেকাববৎ বলিয়াছে ; এবং তাঙ্কার ব্যাস রেখা অপেক্ষ তাহার পরিধিকে তিন গুণ বড় কহে। মৎস্যপুরাণে তাহাকে গোলাকৃতি এবং চত্তঙ্কোণাকৃতি দুষ্ট কহে । লঙ্কাস্থ বৌদ্ধমতালস্বিদের বর্ণনানুসারে সুমেরুর ব্যাস রেখা সৰ্ব্বত্র সমান আছে ; কিন্তু নেপালীয় বৌদ্ধের ভাঙ্গাকে গোলাকৃতি কহে। ফলতঃ পরাণাদিতে সুমেরু পৰ্ব্বতের বিষয়ে এত বিপরীত কথা লেখে যে শুদ্বারা বোধ হইতেছে সে সকলই মিথ্যা ।