পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ] বিদ্য বিষয়ে শাস্ত্রের ভূল। * Y ভূগোল বিদ্যাদ্ধারা বোধ হইতেছে যে পৃথিবী পরমেশ্বরের ইচ্ছায় শূন্যে ঝুলিতেছে; পরন্তু পুরাণে লেখে, সে কচ্ছপের পৃষ্ঠের উপরে আছে। আর কোন স্থানে লেখে, পৃথিবী অনন্ত নাগের মস্তষ্কের উপরে আছে। পৃথিবীর যথার্থ পরিধি ১২৪৩৪ বার সহস্ৰ চারি শত চেত্রিশ ক্রোশ হয় ; কিন্তু পুরাণে তাহার পরিধি ৫০,০০,০০,০০০ পঞ্চাশ কোটি যোজন লেখা আছে। পুনশ্চ ভূগোল বিদ্যাদ্বারা জানা যাইতেছে, যে পৃথিবী স্বৰ্য্যহইতে ৪,৭৫,০০,০০০ চারি কোটি পঁচাত্তর লক্ষ ক্রোশ দূরস্থ হয় ; কিন্তু পুরাণে কেবল ৪০০০০০ চারি লক্ষ ক্রোশ দূর লিখিয়াছে। বিদ্যাদ্ধারা জানা যায় যে পৃথিবী চন্দ্রহইতে ১২০০০০ এক লক্ষ কুড়ি সহস্ৰ ক্রোশ অন্তর, কিন্তু পুরাণে ৮০০০০০ আট লক্ষ ক্রোশ লিখিয়াছে। ভূগোল বিদ্যা আর জ্যোতিষদ্বারা হিন্দুদের শাস্ত্রের ঐ সকল কথা স্পষ্টই ভুল জানা যাইতেছে। ফলতঃ উক্ত বিদ্য। এমত ঠিক আর নির্ভুল হয়, যে তদ্বারা পৃথিবীর মধ্যে জলপথ ও স্থলপথ দিয়া সৰ্ব্বত্র যাতায়াত হইতেছে। যদি ঠিক মা হইত, তবে এই ৰূপে নিসন্দেহে গমনাগমন হইতে পারিত না; বিশেষতঃ, ইংরাজ লোকদের ভারতবর্ষে আগমন