পাতা:সন্দেশাবলি.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ১১ ) পুতাপ সিংহের আশ্রয় গ্রহণ করিল, তাহাতে মারকুইস ওএ লিসলি ইহাকে স্বও করিবার নিমিত্তে ধৃত করিতে কলনেল কালিন্সকে দূত স্বরুপ উক্ত রাজার নিকট প্রেরণ করিয়া তদ্বিষয়ে So o o o o stoš টাকা পর্যন্ত দিতে স্বীকার করিলেন, কিন্তু জয়নগরের রাজা কোন পুকারে সন্মত না হইয়া উত্তর করিলেন, যে যদি কোন শত্র শরণাগত হয়, তথাপি তাহার অসময়ে আশা দিয়া রক্ষা করা কর্তব্য, কিন্তু দত সে কথা গ্রাহ্য না করিয়া অনেক ভয় ও মৈত্রতা দশাইলে রাজা কহিলেন, যে ই-\লওঁীয় কর্তৃক উজীর আলির পুথি নষ্ট কিম্ব শৃঙ্খল বন্ধনাদিদ্বারা কোন কষ্ট না হয়, তবে ইহা স্বীকাৰ্য্য, পরে ই• লওঁীয়ের জাহাতে সম্মত হইয়া তথা হইতে উজীরআলিকে আনয়ন পৰ্ব্বক কলিকাতার দুর্গমধ্যে এক পিক্সরে চিরকাল বন্ধ রাখিয় ছিলেন, জয় নগর রাজ্য আগর হইতে ১৩৬, ক্রোশ দিল্লী হইতে ১৫৬, ক্রোশ উঞ্জয়িনী হইতে ২৮৫, ক্রোশ বোম্বে হইতে ৭৪০ ক্রোশ এৰ^ কলিকাতা ১৭৫, হইতে ক্রোশ অন্তর। ২০০ ॥ জয়পুর । উড়িস্য প্রদেশে ও ৰিঙ্গাগাপাটাম হইতে ৭৩ ক্রোশ উত্তর পূর্ব দিগে কোন স্বাধীন ভূম্যধিকারির জয়পুর নামে এক নগর আছে। ২০ ১ । ब्रणश्री ll गङ्गभीरी সমৃক্ত জলঙ্গী নামক এক নগর আছে, এবণ২ তাহার সীমাবচ্ছিন্ন গঙ্গা হইতে জলদী নামে এক শাখা নির্গত হইয় অতিশয় ৰক্র গমন পর্বক নৰদ্বীপের গজাত্তে মিলিয়াছে, প্তযুকালে ইহাতে বৃহৎ নৌকা গমনাগমন করিতে পারে না । ২০ ২ ॥ ויול ו