পাতা:সন্দেশাবলি.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e هيدر ) নিল্লাগাটাম৷ উত্তর সরকারে কৃষ্ণ নদীর পশ্চিম দিগে ও মসলিগাটমের ৪০ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে নিয়া পাটাম নামে এক নগর আছে, এ স্থানে নৌকা দ্বারা বছৰুিধ দুৰ্যের বাণিজ্য হউয় থাকে। ২৭১ । নিয়ার। হিন্দুস্থান মধ্যে নিয়ার নামক এক ক্ষুদ্র দেশ আছে, ইহার পূর্ব দিগে গুজরাট, দক্ষিণ দিগে কচ দেশ, এবউত্তর ও পশ্চিম দিগের সীমা কিছু ব্যক্ত নাই, এ স্থানের তাৰ ভূমি বালুকাময় এব৯ তথা কোন নদ্যাদি না থাকাতে কূপ জল ব্যবহার্য হইয়াছে, কিন্তু সে তাবৎ কপেতে ও সকল সময়ে অধিক জল থাকে মা, এ দেশে অধিকাংশ বুলি জাতি, তভিন্ন রাজপুত ও জবন জাতি ও আছে, কিন্তু তাৰতেই দদু ব্যবসায় করে, এব^ এদেশে যে ঘোটক জন্মে, সে গুজরাটের তাবৎ স্থানের ঘোটক অপেক্ষা উত্তম হয়, ঐ রাজপুত জাতির স্নেই অশ্বেতে আরোহণ করিয়া অনেক দূর পর্যন্ত গনন পুৰুক দ্যু বৃত্তি করে, ইহার ধনু ৭ধারী ও ইহারদিগের আর এক প্রকার অস্ত্র আছে, যে অস্ত্র ২৪০ হস্তান্তর পর্যন্ত নিক্ষেপ করত মুৰু ষ্যাদি প্রাণিদিগকে আঘাত করিতে পারে, নিয়ার দেশের প্রধান নগরের নাম:ঔ, তাহার পশ্চিম দিগে রকায়র, ও গড় ও হ্রদ নগর আছে, এই সুদ নগর ঔ হইতে প্রায় ৪০ ক্রোশ অন্ত্রর হইব্রেক। ২৮০ ৷৷ নীলকণ্ঠ ॥ উত্তর হিন্দুস্থানে ও তিবৃতের সমূথে হিমা লয় পৰ্বত শ্রেণীতে নীলকণ্ঠ নামক এক মহাতীৰ্থস্থান গোশার উত্থান নামে ও ব্যক্ত আছে, এ স্থানে এতাদৃশ সত্ব যে তীর্ঘ যাত্রিয় এক দিবসের অধিক বাস করিত্বে পারেন, এই তীর্ষের