পাতা:সন্দেশাবলি.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ० १ ) বণশীয়ের কাবোল বাদশাহের অধীন কিন্তু রাজস্ব প্রদানকালে তাহার সহিত পুয়ি যুদ্ধ করে অর্থাৎ যুদ্ধ ব্যতিরেকে সহজে কর পুদান করে না, তাহার সxগ্রাম কালে ২৫০০০ সহসু সৈন্য স০২গ্ৰহ করিতে পারে। ৩৪১ ৷৷ বাইয়ান। l1 আগর পুদেশে আগর নগরের ৪৪ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে বাইয়ান নামক এক নগর অাছে, এ নগর আগরার রাজধানী ছিল, আবুল ফজল কর্তৃক ব্যক্ত হইয়াছে, যে যৎকালীন সোলতান সেকন্দর লোদি এ স্থানে রাজ্য কৰ্ম্ম করিয়াছিলেন, তৎকালীন আগর নগর বাইয়ানা নগরের অধীনে এক গ্রাম মাত্র ছিল, ই০১ ১১১৭ বা ৬০৪ শালে বাইয়ান নগরে পুথম জবনাধিকার হয়, এ নগর অদ্যাপি বদ্ধিষ্ণু আছে, তন্মধ্যে অনেক বৃহৎ পুস্তর গৃহ এব০২ তাহার পৰ্ব্বতোপরি এক দুর্গ অাছে, সে দুর্গের স্তম্ভ সকল অতিশয় উচ্চ তন্নিমিত্তে দূর হইতে দৃষ্ট হয়, ই২ ১৭১০ বা ১১১৭ শালে এ নগর ও ইহার অন্তঃপাতি তাবৎ গ্রাম ভরতপুরের রাজা রণ জিৎ সি০২হের অধিকার হইয়াছিল। ৩৫০ ॥ বাকরগঞ্জ ৷ ই০২ ১৮০০ বা ২ ১২০৭ শালে বঙ্গদেশে ঢাকা জালালপুরের দক্ষিণাংশে বাকরগঞ্জ নামে এক নগর স্থাপিত হয়, ইহার পূৰ্ব্বকালে এ স্থান সামান্য ছিল, ই০২ ১৫৮৪ বাণ২ ১১১ শালে একবার বন্যা হইয়া এবং তৎপরে চট্ট গ্রাম নিবাসি পোতু গীশ দিগের অভিমতানুসারে মগ জাতির ক্রমাগত দৌরাত্ম্য করাতে এই স্থান ভয় দূষিত হইয়া অদ্যাবধি তাহাতে বসতির আধিক্য হয় নাই, কিন্তু ভূমির উত্তমতা পুষুক্ত পুতি বৎসর দুইবার যথেষ্ট ধান্য জন্মে, সেই ধান কলিকাতা পভৃতি নানা স্থানে বিক্রয়ার্থে পুেরি ত হয়, এই বাকরগঞ্জ ও