পাতা:সন্দেশাবলি.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) গুড়থালি রাজাকে ক্রমাগত কর দিয়াছে, এবণ নেপাল রাজার সৈন্যদ্বারা এই নগর রক্ষা হইত। ২ ১ ॥ उगाबाशयाम ll शिन्मूख़ाटनग्न प्ररथा ठालाशालाम নামক এক বৃহৎ দেশ আছে, ইহার উত্তর দিগে অাগর, ও, অযোধ্য প্রদেশ, দক্ষিণ দিগে গণ্ডওয়ানার হিন্দুজাতির রাজ্য পৱ দিগে বাহার, ও গণ্ডওয়ান এবং পশ্চিম দিগে মালোয়, ও আগর দেশ আছে, ইহার দীর্ঘতা ২৭০ ক্রোশ ও পুস্থত। ১২০ ক্রোশ । এ দেশের উত্তর দিগে, গঙ্গা, ও যমুনা, গোমতী, কৰ্ম্মনাশা, ও নানা ক্ষুদ্র নদী আছে, এব^ গঙ্গার ও যমুনার সন্নি হিত নিম্ন স্থানের উর্বর ভূমি আর দক্ষিণ দিগে বন্দেলথণ্ডের সীমাবৰ্ত্তি পৱ তস্থ উচ্চ গ্রামে ক্ষেত্ৰকৰ্ম্ম উত্তম হয় না, কিন্তু এ স্থানে পান্নানামক এক প্রসিদ্ধ হীরকের খনি আছে, ও এ পর্বত নানা দুৰ্গদ্বারা বেষ্টিত এবণ এ স্থানের জল ও বায়, নিমু স্থান অপেক্ষায় ভিন্ন বোধ হয়, অর্থাৎ তথা যে প্রকার উত্তপ্ত বায়, এ স্থানে তদ্রুপ নহে। অালাহাবাদ দেশে যবন জাতি অপেক্ষায় অনেক হিন্দুজাতি আছে, এবং প্রয়াগ তীৰ্থ হেতুক ঐ দেশ পুসিদ্ধ হইয়াছে, আর বঙ্গদেশহইতে এ দেশে লবণ আনয়ন পূৰক হীরক, জবাক্ষর আফিম, চিনি, নীল, সূত্র, ও বস্ত্র প্রেরণ করে। কথিত আছে যে ইণ২ ১০ ২০ বাণ১ ৪২৭ শালে গজনেন নগরের সোলতাল মহমূদ নামক হিন্দুজাতির শত্র, দেশ আক্রমণ পূর্বক বলাৎকারে অনেক হিন্দুরদিগকে স্বধৰ্ম্মাক্রান্ত করিয়া ই০২ ১০২৩ বাণ ৪৩০ শালে প্রতিগমন করিল তৎপরে দিল্লীর পাঠান বাদশাহের এ দেশে রাজ্য করত জৈনপুরে রাজধানী করিয়াছিল । পরে মোগল জাতির অধিকার হাইলে আকবর