পাতা:সন্দেশাবলি.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ২৬১ ) ছিলেন, কিয়দিবস পরে এই ব্যক্তি ই-2লংষ্ট্ৰীয়দিগের অধীনে না থাকিয় স্বাধীন হইবার বাস্থাতে এ স্থানের লোকদিগকে যুদ্ধ বিদ্য শিক্ষা করাইতে চেষ্টা করিতে লাগিলেন, তদ্বিষয়ে তাহার সমুদয় আশ্বাস বৃথা হইয়াছিল, কেননা ইংলণ্ডীয়েরা নয় দিবস যুদ্ধ করিয়া তাহাকে শাসন করত এই নগর অধিকার করিলেন, এ নগর হইতে রীরভূমি দিয়া কলিকাতা গমনে ২৭৫ ক্রোশ এব০২ মোরসিদাবাদ দিয়া গমনে ৩০ ১ ক্রোশ অন্তর। ৪০৩৷৷ মুলতান l৷ হিন্দুস্থান মধ্যে মুলতান নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে লাহোর ও আফগানিস্থান, দক্ষিণ দিগে আজমিয়ার ও সিন্ধিয়া, পূৰ্ব্ব দিগে লাহোর ও আজ মিয়ার, পশ্চিম দিগে বলোচস্থান, যে সময়ে আবুল ফজল কর্তৃক আকবর বাদশাহের রাজ্য বিবরণের পুস্তক স~বৃহীত হয়, তৎ কালে এই মুলতান দেশ তাহার রাজ্য মধ্যে অতি বৃহৎ রূপে গণ্য হইত, কেননা পারস্যের সীমা অবধি দোয়াবের অন্তঃপাতি নানা স্থান পর্যন্ত ইহার বিস্তার ছিল, এবং তন্মধ্যে আপুনিক মুলতান নগর বলোচস্থান সিন্ধু হাজিকন সিউস্থান ও টাটা প্রভৃতি দেশ এই মুলতান ভুক্ত হইয়াছিল, কিন্তু ইদানী এই দোয়াবের অন্তঃপাতি দেশ সকল মুলতান হইতে পৃথক হইয়া লাহোর রাজ্যাধীন হইয়াছে মুলতান দেশের উত্তর পূর্বদিগন্থ ভূমি সকল উর্বর তাহাতে পঞ্জাব নদীর জল ব্যবহার হয়, কিন্তু সিন্ধু নদীর নিকটবৰ্ত্তি স্থান সকল বালুকাময়, ই ১০০৬ বা-২ ৪১৩ শালে এইদেশে রাজধানী ছিল, পরে গিজনীর মহমুদ সেই রাজধানী নষ্ট করিয়াছিলেন, পুনৰ্বার ই• ১৩১৮ বাণ ৮০৫ শালে তৈমুরের মোগলজাতীয় সৈন্যের দৌরাত্ম্য দ্বারা সম্যক রূপে বিনষ্ট হইয়াছিল,ইদানী ভিত্তি দ্বারা বদ্ধ মুলতান भारत।