পাতা:সন্দেশাবলি.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( SS ) হইতে ৬১০ এবং কলিকাতাহইতে উজ্জয়িনী দেশ দিয়া ১২ ৩৪ ক্রোশ আন্তর। ২৬ ৷৷ ইকরি ৷ মহিলুর রাজ্যে শ্রীরঙ্গপত্তনহইতে ১৬০ ক্রোশ উত্তর পশ্চিম দিগেইকরি নামক পূৱ কালীন অতিপুসিদ্ধ এক নগরের চিহ্নমাত্র আছে এই ইকরি স্থান সদাশিব রাজার ব০২শোদ্ভবের বসতি কালপর্যন্ত অতিবৃহৎ নগর তৎকালীন उांशांटरू ००० ००० গৃহস্থ লোক বাস করিত পশ্চাৎ কতক বৎসর হইল এই নগর ভগ্ন হইয়াছে কিন্তু এ স্থান কাহারও কোন অত্যাচারে নষ্ট হয় নাই ফলিতাৰ্থ যখন এ স্থানের রাজকীয় কৰ্ম্ম বেদনুর নগরে স্থাপিত হয় তৎকালে তন্নগরস্থ লোকেরাও তথ। বাস করিল। আর যদ্যপি ইকরি নগরের রাজকীয় কৰ্ম্মাগার সকল ৰেদমুর নগরে আনীত হইল তথাপি মুদুলিয়ে যে মুদ্র পুস্তুত হইত সে ঐ ইকরি নগরের রাজার নামে অঙ্কিত হইত। এ নগর হইতে অনাসরবলি পর্যন্ত এমত মরুভ মি যে তাহাতে গোচর ণের ক্ষেত্রও নাই কিন্তু এই ইক্ষরি নগরের নিকটে বরদ নদীর দক্ষিণ তীরে সাগরনামক নগরে যথেষ্ট বাণিজ্য হইয়া থাকে। ২৭ ৷৷ ३८४ॉब्र It भाटलाग्न (मरण ও উজ্জয়িনীহইতে প্রায় ৩০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে ইণ্ডোরনামক হোলকরের রাজধান। এক নগর আছে এই হোলকরপরিবারের আদিপুরুষ মহলার রাও হোলকর সে প্রথমত পেশ্বর অধীন হইয়। থ্যাত্যাপন্ন হয় এবং তৎকালে সে শাহজীমহারাজের মাতুল নারায়ণ বন্দের কন্যাকে বিবাহ করিয়াছিল। পরে বালাজী ও বাজিরাওএর আজ্ঞানুসারে পানিপত স্থানে যুদ্ধে গমন করিয়া পলায়ন করিয়া