পাতা:সন্দেশাবলি.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిం 8 ) লোকেরা যে কোন মতাবলম্বী তাহ নিশ্চয় জানা যায় নাই, কিন্তু কোন ২ লোকের গৃহে বুদ্ধ দেবের মূৰ্ত্তি দৃষ্ট হওয়াতে বোধ হয় যে তাহার বৌদ্ধমতাবলম্বী হইবেক, এ দেশেরস্থানে ২ অনেক বিবর আছে, তাহার এক গহ্বর কোন পৰ্ব্বতকে ভেদ করত এক ক্রোশ পর্য্যন্ত গমন করিয়াছে। ৪৩৬ ৷৷ লাটক it হিমালয় পৰ্ব্বতের উত্তর দিগে লাচক নামে বৃহৎ এক দেশ আছে, ইহার উত্তর দিগে তিবৃত দেশ, দক্ষিণ দিগে নাহসঙ্কর দেশ, পূর্ব দিগে তিবৃত দেশ, এবং পশ্চিম দিগে কাশমীর দেশ, ঐ দেশের পরিমাণ প্রকৃত রূপে প্রকাশ নাই, হিন্দু স্থানীয় যে সকল বাণিজ্য ব্যবসায়ির বাণিজ্যার্থে তিবৃত দেশে গমন করে তাহারা কহে যে লাঢ়ক দেশ স্বাধীন রাজ্য অর্থাৎ তথাকার রাজা কাহাকেও কর প্রদান করেন না, এব০২ সে দেশ তিবৃতের পশ্চিম দিগে কিন্তু কাশমীর হইতে ত্রয়োদশ দিবসীয় পথের অন্তর ও এ দেশ অতিশয় উচ্চ ও অপরিস্কৃত, কাশমীর ও টীসুলুস্থ এই উভয় স্থলের মধ্যে লাচক দেশীয় যে নগর আছে তথা তিবৃত দেশ হইতে ছাগলোম প্রেরিত হয় সেই লোম পুন বর্ধার কাশমীর দেশে প্রেরিত হইয় থাকে, এব০২ এ দেশ হইতে তিবৃত দেশে খজুর বাদাম কিসমিস ও কুসুম প্রেরিত হয় এতাবৎ দুৰ্য ঐ তিবৃত দেশীয় লোকেরাই ক্রয় করে, হিমালয় পৰ্ব্বতের অন্তঃপাতি জারটুক নামক স্থান অবধি এই লাঢ়ক দেশ পর্যন্ত যে এক সমান পথ আছে সেই পথ দিয়া উক্ত লোকের গমনাগমন করে, ভূগোল বৃত্তান্ত পুস্তক প্রমাণে ও নান কারণে বোধ হইয়াছে যে লাঢ়ক দেশের অভ্যন্তরস্থ স্থানের লোকেরা বৌদ্ধমতাবলম্বী, ই০২ ১৭৭৪ বাণ ১১৮১ শালে তিবুত দেশীয় টেস্লামার পিত। এই লাঢ়ক দেশে রাজ্য করিয়া