পাতা:সন্দেশাবলি.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రింb' ) - কৰ্ম্ম করে, এই জবনের যে অভক্ষ্য ভক্ষণ কিম্ব যাবনিক রীতি ক্রমে উচ্চৈঃস্বরে ঈশ্বরের বন্দনাদি করিবেন অথবা দেবালয়ে গিয়া যে অতিশয় জনতা করিবেন তাহ হইতে পারে না যেহেতু উক্ত পুকার কৰ্ম্ম সকল করণে তাহারদিগের প্রতি তথাকার রাজার অনুমতি নাই, এই দেশের কোন এক পৰ্ব্বতে যে কএক প্রকার হিন্দু আছে, তাহারদিগের ব্যবহার তদেশীয় লোকের ব্যবহার হইতে পুভেদ, ঐ পৰ্ব্বতস্থ স্ত্রী লোকেরা অতিশয় রূপবতী কিন্তু তথাকার স্ত্রী পুরুষ উভয় জাতির সচরাচর গলগণ্ড রোগ হইয়া থাকে, এই লাহোরের উত্তর পশ্চিম দিগে যে আফগান জাতীয় লোকের অাছে তাহার এক পুটির বদ্ধ ক্ষুদ্র গ্রামে বাস করে, ইহার স্বজাতীয়দিগকে পরল্পর ভয় ও অবিশ্বাস করিয়া থাকে, আটক নদীর নিকটবর্তি গ্রামস্থ শিকের এই আফগান দিগের গ্রামে আসিয়া দৌরাত্ম্য করে, লাহোর দেশে পারস্য ও হিন্দুস্থানীয় এই দুই ভাষা মিশ্রিত পঞ্চাবী নামে এক ভাষার চলন আছে কিন্তু সে ভাষার কোন অক্ষর নাই, উক্ত দেশে যে' সকল জীবনের শিকদিগের ধর্মাবলম্বন করিয়াছে তাহারা যবন দিগের ন্যায় ধৰ্ম্মকৰ্ম্ম করিতে পায় না কেবল নৈকট্য সমুকের সহিত-পরল্পর বিবাহ করে, নানাক শাহ নামক এক ব্যক্তি উক্ত শিকদিগকে প্রকাশ করে, এই ব্যক্তি ই ১৪৬১ বাণ ৮৭৬ শালে লাহোর দেশের ভাটী নামক স্থানে জন্ম গ্রহণ করিয়া কীৰ্ত্তিপুর দেহরী নামক স্থানের ইরাবতী নদী তীরে কাল প্রাপ্ত হন, তৎপরে গুরু অঙ্গদ তৎপদে অভিষিক্ত হইয়। উক্ত নানাক শাহের পুর্ণীত শাস্ত্রের কোনং অধ্যয় পুকাশ করত ই ১৫৫২ ৰা- ১৫৭ শালে লোকান্তর গমন করিলেন, পরে গুরু অমর