বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৩ ) শুভিত হয়, ঐ মিনাম নদী ও সমুদ, মহন। এই উভয়ের সান্নিধ্য বাণকাক ও বাণকাশী এই দুই নামে খ্যাত বাণিজ্যের এক গুধান নগর অাছে, তথাকার বাদশাহ তাবৎ বাণিজ্য কৰ্ম্ম করেন, এব^ লোকদিগের পুতি টিন হস্তিদন্ত সীসা ও কাষ্ঠের বাণিজ্য করিতে ঐ বাদশাহের নিষেধ আছে, ই২ ১৭৫০ বীণN ১১৫৭ শালে ফুন্সি জাতীয় কোন ব্যক্তি শ্যাম রাজ্যে ১৯০০ ০০০ লক্ষ গৃহস্থ গণনা করে সে সমগ্র মনুষ্য দুই শ্রেণীতে বিভক্ত অর্থাৎ থাই ও থাইকাই, পূৰ্বকালে এই থাইৰাই শ্রেণীতে অনেক মনুষ্য অতি শয় বিদ্বান ছিল, বৰ্ম্মাদিগের ন্যায় এই শ্যামীয় লোকদিগের অনেক ব্যবহার অাছে উক্ত দেশের অধিকাণ২শ স্ত্রী লোকের ক্ষেত্ৰকৰ্ম্ম ও বনের কাষ্ঠাহরণ প্রভূতি নানাবিধ পরিশ্রমের কৰ্ম্ম করে, আর তথাকার লোকের দাড়ি ক্ষেীর হয় কিন্তু চীন জাতির ন্যায় নখ বৃদ্ধি করে, এব^ টীকটকী মূষিক প্রভৃতি নানা কদৰ্য কীট ভক্ষণ করে কিন্তু এই জাতিরা এতাদৃশ অলভ্য হইয়াও স্বর্ণ মন্তিত শিল্প কৰ্ম্ম অতি পারিপাট্য রূপে করিতে পারে, ব্যক্ত আছে যে ইহার বৌদ্ধমতাবলম্বী ই°১১৬৬ং বা ১০৬১ শালে ফুন্সি জাতির জাহাজ দ্বারা নানা স্থান পর্যটন করিয়া পুথমতঃ এই শ্যাম রাজ্যে উপস্থিত হইয়াছিল তখপরে এ রাজ্যে গ্রীষ্টীয়ান ধৰ্ম্ম প্রচলিত হইয়াছে। ৪৫১ ৷ শুবণবেলগুলা ৷ মহিমুর রাজ্যে ও শ্রীরঙ্গপত্তন হইতে ৩৬ ক্রোশ উত্তর পর্ব দিগে শ্রবণবেলগুলা নামে এক গ্রাম আছে ইহার নিকটে যে দুই পৰ্ব্বত আছে তাহার এক পৰ্ব্বতোপরি ইন্দ্রবেটা নামে এক দেবালয় মধ্যে গৌতম রায়ের পুতি মূৰ্ত্তি আছে সেই মূর্তির উচ্চতা ৪৭ হস্ত হইবেক, শ্রবণবেলগুলা গ্রাম জেন জাতীয়দিগের তীর্থ স্থান, ইহার হিন্দুজাতি কিন্তু ইহার