পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৬ ) অলকনন্দার জল বৃদ্ধি হইয়। উক্ত শ্রীনগর দেশ প্রতি বৎসর পুীবিত হয়, ই ১৮০৩ বা ১২১০ শালে এই দেশে এত দৃশ ভূমিকম্ন হইয়াছিল যে তাহাতে তথাকার তাবৎ গৃহাদি ভগ্ন হইয়া লোকদিগকে ঘোর আপদে মগ্ন করিয়াছিল, এই বিঘটনেতে এবং ঐ শালে নেপালীয় লোক কর্তৃক আক্রান্ত হইয়া এই দেশের অতিশয় হ্রাসাবস্থা হইয়াছিল, উক্ত শ্রীনগর দেশে যে সকল লোক অাছে তাহার প্রায় অনেকে দোয়াব ও অযোধ্য হইতে আগমন পূৰ্ব্বক বাস করিয়াছে, উক্ত দেশের এক নদী তীরে রাণীহাট নামক গ্রামে ঈশ্বর নামক এক রাজার স্থাপিত দেবালয় মধ্যে নৰ্ত্তকীদিগের বসতি আছে, তথাকার যদি কোন স্ত্রী ঐ নৰ্ত্তকী সমুদায় ভুক্ত হইবার বাসন করে তবে এই দেৰালয়ের সমুথে যে এক প্রদীপ আছে তাহার তৈল মস্তকে মদন করিলে জাতিভুষ্ট হইয় আপনার পরিবার হইতে ত্যজ্য হয় । ৪ ৫৩ ৷৷ শীরঙ্গপত্তন ll মহিদুর রাজ্যে চারি ক্রোশ দীর্ঘ ও তিন ক্রোশ প্রস্থ পরিমিত উপদ্বীপের এক পাশ্বে শ্রীরঙ্গপত্তন নামে এক রাজধানী নগর অাছে, এই উপদ্বীপ কাবেরী নদী দ্বার বেষ্টিত তথা এই নদী অতিশয় বেগবতী ও তাহার প্রাশস্ত্য অধিক, উক্ত উপদ্বীপের মধ্য ভাগের অতিশয় উচ্চ ভূমি কিন্তু তথা হইতে উত্তর দিগ ক্রমশঃ নিমু হইয়াছে, শ্রীরঙ্গপত্তন নগ রের কএক ক্রোশ অন্তরবৰ্ত্তি নানা ঝিল কাবেরী নদীর সহিত যুক্ত হইয়াছে ইহারদিগের জল অতিশয় উত্তম, উক্ত নগরের নিকটস্থ গ্রাম সকলের কোন ২ ক্ষেত্র ভূমিতে পুঘুরিণীর ও ঝিলের জল সেচন করিতে হয়, তথাকার ভূমির রাজস্ব অধিক তন্নিমিত্তে রাজ ব্যয় দ্বারা এই সকল পুস্তুরিণীর পস্কোদ্ধার