পাতা:সন্দেশাবলি.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిల6 ) হইয়া ঢাকা অবধি এই দিগ পর্যন্ত উত্তম নৌকা পথ হয় কিন্তু শুযুকালে জলমাত্র থাকে না ঐ জল শুধু হইলে সেই সকলভূমিতে অপৰ্যাপ্ত ধান্যজন্মে, এ স্থানে পূৰ্ব্বকালে ঢাকার রাজ সৈন্যদিগের নিমিত্তে নৌকা প্রস্তুত হইত, এইক্ষণে উক্ত শ্রীহট্ট দেশে যথেষ্ট চুনাক প্রস্তুত হইয়। বঙ্গদেশের নানা স্থানে প্রেরিত হয়, এবংs তদেশ জাত কমলালেবুও নানা স্থানে প্রেরিত হইয় থাকে, তভিন্ন তথা মুসত্ত্বর জন্মে ও মণুর ধুতি প্রস্তুত হয়, আর এ দেশে যে সকল হস্তী ধৃত হয়, তাহার সমুদ্রতীরস্থ হস্তাপেক্ষ অপকৃষ্ট, এ দেশের প্রধান নগরের নাম শ্রীহট্ট ও আজমিরিগঞ্জ এব০২ প্রধান নদী মেঘনা ও সূর্ম, হিন্দুস্থানে ই-২লণ্ডীয়দিগের রাজ্য ধীনে যে সকল দেশ আছে তাহার সকল হইতে এই শ্রীহট্ট অতি পূৰ্ব্ব দিগস্থ, মোগলদিগের রাজ্য কালে উক্ত দেশে তাহার দিগের এক সৈন্যাগার ছিল । ৪ ৫ ৭ ৷৷ সম্বনপর llগণ্ডওয়ান রাজ্যে সম্বলপুর নামে এক দেশ আছে, ইহার রাজধানী নগরের ও নাম সম্বলপুর, উক্ত দেশের পশ্চিম দিগে রত্নপুর ও বুড়াসম্বর, পূৰ্ব্ব দিগে বিম্বরি লণ্ডকোলি ও বোদ, দক্ষিণ দিগে পাটন ও কুন্দন, এবং উত্তর দিগে গা-২ পুর ও সরগুজা নামক স্থান, সম্বলপুর দেশে অনেক বন আছে, তথাকার বায়ু শীতকালাবধি গ্রীষ্মঞ্চত্তর আরম্ভ কাল পর্যন্ত পীড়। माग्नेহয়, এ দেশের পর্বতস্থ উৰ্ব্বর ভূমিতে উত্তম রূপে নানা শস্য জন্মে, এব°১ তাহার ১৩ ক্রোশান্তরে হেবী ও মহ{ নদীর যুক্ত স্থানের পর্বত হইতে যে জল নিম্ন ভাগের হেৰী নদীতে পতিত হইতেছে সেই জলে এতদেশীয়ের বালুকামিশ্রিত স্বর্ণকণা ও হীরক প্রাপ্ত হয়, এই হীরক কোন স্থানের রক্তবর্ণ মত্তিকাতে জন্মে, এ দেশের লোকের নিদয় এল ও অলস স্বভাব