বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* • २झ लूथ् । । ৩য় । २शू । সেনাপতি । সন্ন্যাসিনী । X > বলিছ কাহারে? আছে শুধু প্রাণ মাত্র। এর চেয়ে মৃত্যু হ’লে বাঢ়ি ঘুমাইয়ে। কালকে ত গিয়াছিন্তু মরিয়া তৃষ্ণায়। । পল্লতে কি, নেই কেউ এখানেতে, আমাদের -নেড়ের জাতেতে, নাহি কিন্তু দয়া মায । ওতে হিন্দু ভাল । ভাব দেখি কালকের যুদ্ধে, শক্ৰ চিতোরের রাজা, কি কাজ কবেচে । তাই ত আপনার ভাণ্ডার হইতে, জল যদি না দিত পাঠায়ে, হয়েছিল যুদ্ধ করা । তা' নয় ? গলা ফেটে, সেই তপ্ত বালি মাঠের উপরে, হয়ে যেত সকলেরই ও কৰ্ম্ম নিকেশ। সেলাম, দেলাম, একশ’ সেলাম তারে । - একি পারে আমাদের নেড়ের জাতেতে। চুপ কর, কে আসচে। শুনতে পেলে একেবারে দেবে জাহান্নবে। (যবন সেনাপতির প্রবেশ।) কি করচি তোরা? ঘুমাচ্চিস্থ না কি ? আহা ঘুমো, ঘুমে । ক’ দিন খেটে খেটে