পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-a বাঙ্গালা সাহিত্যের আদিযুগ ও পরযুগ চণ্ডী কাব্যের লেখক মাণিক দত্ত ইংরাজী ১২০০ সালের পরে চণ্ডী-মঙ্গল লিখিয়াছিলেন, কিন্তু সম্ভবতঃ তাঙ্গার পূৰ্ব্বেও চণ্ডী-মঙ্গল” ছিল। চৈতন্য মহাপ্রভুর জন্মের পূৰ্ব্বে সারারাত্রি ধরিয়া চণ্ডী মঙ্গল গীত হইত, তাহার প্রমাণ পাওয়া গিয়াছে । সেই সকল কাব্য সম্ভবতঃ একজনের লেখা ছিল না, মাণিকদত্ত র্তাহাদেব একজন কবি । সুতরাং দেখা যাইতেছে, চণ্ডী-মঙ্গল কাব্য ও বহু প্রাচীন । গোরক্ষ বিজয়, গোবিন্দচন্দ্র বা ময়নামতীর গান, ডাক ও খনার বচন, ধৰ্ম্ম-মঙ্গল, সূর্য্যের গান, মহীপালের গান, শিবের গান, ব্ৰতকথা, গীতিকথা প্রভৃতি সমস্ত কাব্যই বহু প্রাচীন। মুসলমান বিজয়ের পূৰ্ব্বে, বৌদ্ধপ্রভাবের সময়, হিন্দুধৰ্ম্মের নূতন জাগরণের পূর্বে এই সকল কাব্য ও কথা লিখিত হইতে মুরু झड़ेम्लोझिल । এক বিষয়ে যদি কবির ক্রমান্বয়ে লিখিতে থাকেন, । তবে শেষের কবিরা সহজে বেশী মৰ্য্যাদা পাইতে পারেন, কারণ পূর্বের কবিদিগের কবিৰ ডাহার হাতে পান, তাহার উপর নিজের কবিশ্ব ফলাইয়া নিজের