পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ২২ কাণের সাথে জড়াইয়া খাওয়ার কার্য্যে লাগিয়া যাইত, এক একটা গ্রাস তুলিত যেন এক একটা “তে এটে” ভাল। অনেক সময় সে খাইয়া চলিয়া গেলে ফুল্লরার জন্য আর কিছু থাকিস্ত না। ফুল্পর স্বামীকে খাওয়াইয়া খুব সন্তুষ্ট হইত - তাহাব নিজের উপোসেব কথা ভুলিয়া बांझेङ । এত যে কষ্ট, তার মধ্যেও তাহাদের স্বখ ছিল । ফুল্পর স্বামীকে প্রাণের মত ভালবাসিত এবং কালকেতুও কুল্পরাকে সেইরূপ ভালবাসিত । দুইজনে দুইজনের মুখ দেখিয়া আর সকল কষ্ট ভুলিয়। যাইত। মঙ্গলচণ্ডীর দয়া হইল । একদিন কালকেতু শিকার করিতে ৰাইয়া কোয়াশার দরুণ কোন জীব জন্তু পাইল না, কেবল একটা গোসাপ পাইল, সেইটিকে ধনুকের গুণে ৰাধিয়া লইয়া আসিল—এবং ভবিল যে সেই গোসাপটাকে শিক-পোড়া করিয়া খাইবে । বাড়ীতে কিরিয়া সে ফুল্লরাকে কিছু খুদ ধার করিয়া আনিতে পাঠাইল, এবং নিজে মুন কিনিতে বাজারে গেল। " কিন্তু গোসাপটি সত্য সত্য তো আর গোসাপ নয়। চণ্ডী স্বয়ং গোসাপ রূপ ধরিয়া আসিয়াছিলেন। কুল্পর