পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 S শিবঠাকুরের গান শীতলা-মঙ্গল মনসাদেবীর পূজার শত্রু ছিলেন চাদসদাগর। মঙ্গলচণ্ডীকে ধনপতি সদাগর কিছুতেই দেবী বলিয়া স্বীকার করেন নাই ; শেষে কিন্তু চাদসদাগর মনসা দেবীকে পূজা করিয়াছিলেন এবং ধনপতি মঙ্গলচণ্ডীয় ভক্ত হইয়াছিলেন । সেইভাবে চন্দ্রকে তৃ ছিলেন শীতলাদেবীর পূজার বিরোধী ; কিন্তু শেষে চন্দ্রকেতুকে শীতলাদেবীর পূজা করিতে হইয়াছিল। আমরা অনেকগুলি পুরাতন শীতলামঙ্গল পাইয়াছি। এগুলি ছাড়া আরও অনেক রকমের জিনিষ পুরাতন পাঙ্গালা সাহিত্য পাইয়াছি, তাহার কতকগুলির কথা সংক্ষেপে বলিয়া যাইব । শিবঠাকুরের গান প্রায় দুইশত বছর পূৰ্ব্বে রামেশ্বর নামক কবির ‘শিবায়ন’ লেখা হইয়াছিল । শিবায়ন শব্দটি ‘রামায়ণ’ শব্দের মত। এই শিবায়ণে শিবঠাকুরের অনেক কীৰ্ত্তির কথা উল্লেখ আছে ।