পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা আমার রচিত বঙ্গভাষা ও সাহিত্য সম্বন্ধে ইংরাজী ও বাঙ্গালাভাষায় রচিত বইগুলি খুব বড়। তাহাতে ঐতিহাসিক তত্ত্ব নিরুপণের চেষ্টায় রচনা-পদ্ধতিটি অনেকস্থলে বালকবালিকা ও সাধারণের উপযোগী হয় নাই ; এইকথা অনেকের মুখে শুনিয়াছি। অনেক পণ্ডিত ব্যক্তি আমাকে অপেক্ষাকৃত স্বরায়তন বালকদের উপযোগী একখানি বঙ্গভাষা ও সাহিত্যের ইতিহাস প্রণয়ন করিতে অনুরোধ করিয়াছেন। গল্পচ্ছলে সরল : ভাষায় দেশী সাহিত্যের ইতিহাসটা তাহাদিগকে জানান দরকার,এই উদ্দেশে বইখানি লিখিত হইয়াছে t তাই বলিয়া ইতিহাসের মূল কথাগুলি আমি বাদ দিই নাই। ছোট ছোট গ্রন্থকারের নাম ও তারিখাদি: বাদ দিয়াছি সত্য, কিন্তু বড় জিনিষগুলির উপর । সৃষ্টি বেশী আকর্ষণ করিতে চেষ্ট পাইয়াছি। তাহা ।