পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ૭૭ দেন এবং তাহার নাম রাখেন, "ময়না-মুন্দর” বা “ময়নামতী । বঙ্গের রাজা মাণিকচন্দ্র এই ময়নামতীকে বিবাহ করেন। সেকালের রাজারা এক বিবাহ করিয়া সন্তুষ্ট থাকিতেন না । মানিকচন্দ্র সুন্দরী দেখিয়া আরও অনেকগুলি বিবাহ করেন। ময়নামতী বুড়ী হইলেন, এবং নূতন রাণীরা বয়সের সাথে সাথে দেখিতে খুব মুন্দরী হইয়া উঠিলেন, কাজেই বুড় রাজা সেই ছোট রাণীদের বাধ্য হইলেন । ময়নামতী তাহাদের সঙ্গে ঝগড়া করিতেন। মাণিকৰ্চাদ রাজা ময়নাকে রাজবাড়ী হইতে দূর করিয়া দিলেন,—তিনি ফেরুস নামক জায়গায় যাইয়া বাস করিতে লাগিলেন । তোমাদের বলিয়াছি, গোরক্ষনাথের হাড়িপা বা হাড়িসিদ্ধ নামে আর একজন শিষ্য ছিলেন । ময়নামতী ও হাড়িসিদ্ধা একই গুরুর শিষ,—সুতরাং তাহাদের মধ্যে খুব ভাব ছিল। ময়নামতী হাড়িসিদ্ধাকে সহোদরের মত ভালবাসিতেন । - একদিন কেরুস নগরে ময়না বসিয়াছিলেন, এমন