পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ সরল বেদস্ত দর্শন । যতকাল অনাত্ম পদার্থে অবিদ্যা-কল্পিত “অহং” বা “আমি” জ্ঞান থাকিবে, ততকাল মনুষ্য বদ্ধ থাকিবে এবং অবিদ্যাজনিত কষ্ট ভোগ করিবে। বিচার এবং শাস্ত্র প্রদর্শিত উপায় দ্বারা যখন সেই অবিদ্যার লোপ হইয়া আত্মার যথার্থ জ্ঞান জন্মিবে, তখনই মনুষ্য মুক্ত হইবে এবং অবিদ্যাজনিত কোন কষ্ট তাহাকে আর ভোগ করিতে হইবে না । অবিদ্যাই সকল অনর্থের মূল, আর সেই অবিদ্যার উচ্ছেদ জন্যই বেদাস্তুশাস্ত্রের প্রবৃত্তি । ഇഞ്ജബപ്പബജ്ഞ