পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ প্রবন্ধ । & Y. রিকা খণ্ডের আবিষ্কারের পূৰ্ব্বে অনুমান মূলে আমেরিকার অস্তিত্ব সম্বন্ধে কলম্বসের যে পরোক্ষ জ্ঞান হইয়াছিল সেই জ্ঞানের প্রমাণ অনুমান। অনুমান প্রমাণের পাঁচটা অবয়ব থাকে যথা—প্রতিজ্ঞ, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। (১) আটলাণ্টিক মহাসাগরের অপর পার্শ্বে ভূখণ্ড আছে এইট প্রতিজ্ঞ, (২) যেহেতু আটলাণ্টিক মহাসাগর একটা জলরাশি, যাহার এক প্রান্তে ভূখণ্ড বর্তমান আছে এইট হেতু, (৩) যে জলরাশির এক প্রান্তে ভূখণ্ড বর্তমান আছে তাহার অপর পাশ্বে অবশ্যই ভূমি আছে, যথা ভূমধ্যস্থ সাগর, এইট উদাহরণ, (৪) আটলাণ্টিক মহাসাগর ও ভূমধ্যস্থ সাগরের স্তায় একটা জলরাশি, যাহার এক পার্থে ভূখণ্ড বর্তমান আছে এইটা উপনয়, (৫) অতএব আটলাণ্টিক মহাসাগরের অপর পাশ্বে ভূমি আছে এইটা নিগমন। এই অনুমান প্রমাণের উপর নির্ভর পূর্বক কলম্বস অর্ণবযানে আটলাণ্টিক মহাসাগরের অপর পাশ্বে ভূভাগ অন্বেষণে যাত্রা করিয়া আমেরিকা খণ্ড আবিষ্কার করিয়াছিলেন। আমেরিকা দর্শনের পর আমেরিকার অস্তিত্বের বিষয়ে কলম্বগের যে জ্ঞান হইয়াছিল সেই জ্ঞান অপরোক্ষ জ্ঞান এবং তাহার প্রমাণের নাম প্রত্যক্ষ। কলম্বস এবং অপর র্যাহারা আমেরিকা খণ্ড দর্শন করিয়াছেন আমেরিকার অস্তিত্ব বিষয়ে তাহাদের সকলের প্রত্যক্ষ জ্ঞান হইয়াছে। যাহারা আমেরিকা সনদর্শন করিয়াছেন তাহারা আমেরিকার অস্তিত্ব সম্বন্ধে যাহা বলিয়াছেন বা লিখিয়াছেন সেই বাক্য বা গ্রন্থ হইতে আমেরিকার অস্তিত্ব সম্বন্ধে,যে পুরোক্ষ জ্ঞান হয় তাহাকে শব্দপ্রমাণজনিত জ্ঞান বলা যায়। একটু প্রণিধান করিয়া দেখিলেই বুঝা যায় ষে, প্রত্যক্ষ জ্ঞান সৰ্ব্বশ্রেষ্ঠ, শাব্দ জ্ঞান প্রত্যক্ষ অপেক্ষ নিকৃষ্ট, এবং অনুমানজনিত জ্ঞান সৰ্ব্বাপেক্ষ নিকু৪ এ বেদান্ত দর্শন মতেও প্রত্যক্ষ বা অপরোক্ষ জ্ঞান সৰ্ব্ব শ্রেষ্ঠ।

  • যে জলরাশির এক পার্ষে ভূখণ্ড বৰ্ত্তমান আছে তাহার জর পার্শ্বে অবশ্যই ভূৰি

খও আছে এইরূপ জ্ঞানকে ব্যাপ্তি জ্ঞান বলে । ভুয়োধৰ্শন বা ভূরেদর্শকের উপদেশ হইতে এইরূপ ব্যাপ্তি জ্ঞান উৎপন্ন হয় । এই ব্যাপ্তি জ্ঞান সমস্ত অনুমানজনিত জ্ঞানের প্রধান অবলম্বন। আটলাণ্টিক মহাসাগর একটা জলরাশি বাহার এক গার্থে ভূখণ্ড {