বিষয়বস্তুতে চলুন

পাতা:সরোজিনী নাটক.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । - ృ6 অনুষ্ঠান ? এই কি সেই বিবাহের উদ্যোগ ?—কি ! যখন তুমি আমার বাছাকে যমের হাতে সমর্পণ করবে মনে ক’রে, মিথ্য বিবাহের কথা আমায় লিখেছিলে, তখন কি তোমার হৃদয় একটুও বিচলিত হয় নি ? লেখনী কি একটুও কাপেনি ? কেমন ক’রে তুমি আমায় এইরূপ মিথ্যা কথা লিখতে পাল্লে ?—আশ্চৰ্য্য !—এখন আর আমি তোমার কথায় ভুলি নে। এই মাত্ৰ তুমি না ব'ল্পে যে, ওকে বাচাবার জন্যে অনেক চেষ্টা ক’রেছ, অনেকের সহিত বিবাদ । ক’রেছ? -বিবাদ তো কেমন ? বিবাদ ক’রে, যুদ্ধ করে নাকি রক্তধারায় পৃথিবীকে ভাসিয়ে দিয়েছ !—মৃতশরীরে নাকি রণস্থল একেবারে আচ্ছাদিত হ’য়ে গেছে ! আবার কি না বল্‌ছিলে, যদি তুমি দৈববাণী অবহেলা কয়, তা হ’লে তোমার প্রতিদ্বন্দীর অবসর পেয়ে তোমার সিংহাসন কেড়ে নেবে—ধিকৃ তোমায় ! ও কথা বলতে কি তোমার একটুও লজ্জা হ’ল না ? তোমার কন্যার জীবন অপেক্ষ তোমার রাজত্ব বড় হল ? কি আশ্চৰ্য্য ! পিভ যে আপনার নিৰ্দ্দোমী কন্যাকে বধ করে, এ তে আমি কখনই শুনি নি ; তুমি কোন প্রাণে যে এ কাজ করবে, তাতে আমি একবারও মনেও আনতে পাচ্চি নে।—ধিকৃ! ধিক্ ! তোমার এই নিষ্ঠুর ব্যবহার দেখে আমি একেবারে হতবুদ্ধি হয়েছি। কি ! তোমার চোখের সামনে তোমার নির্দোষী কস্তার বলিদান হবে—আর ভূমি কিনা তাই অম্লান বদনে দেখবে ? তোমার মনে কি একটুও কষ্ট হবে না ? আর, আমি কোথায় তার বিবাহ দিতে এসেছিলেম, ন৷