পাতা:সরোজিনী নাটক.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । & পারে ? কিন্তু সরোজিনীও তো পদের আর এক নাম । না। —সরো জিনীকে উদ্দেশ ক'রে কখনই বলা হয়নি। না, তা কখনই সম্ভব নয়। আর—বাপ্পাবংশজাত দ্বাদশ রাজকুমার রীতিমত রাজ্যে অভিষিক্ত হয়ে একে একে যবনদিগের সহিত যুদ্ধে প্রাণ দিলে তবে আমার বংশে রাজলক্ষ্মী থাকৃবে, এ ও বা কি ভয়ানক কথা ? যাই হোকৃ—আমার দ্বাদশ পুত্র যবনযুদ্ধে যদি প্রাণ দেয়, তাতেও আমার উদ্বেগের কারণ নাই--কেন না রণে প্রাণত্যাগ করাইভে। রাজপুত পুরুষের প্রধান ধৰ্ম্ম, কিন্তু দৈববাণীর প্রথম অংশটর অর্থ তো জামি কিছুই মীমাংসা করতে পাচ্চিনে—আমার পরিবারের মধ্যে কোম্ ললনার শোণিত পান করবার জন্য না জানি দেবী এত উৎসুক হয়েছেন। মাতঃ চতুভূজে ! আমায় ঘোর সংশয়-অন্ধকার মধ্যে ফেলে তুমি কোথায় পলালে, আর একবার আবিভূত হ’য়ে আমার সংশয় দূর কর। কই আর তো কেউ কোথাও নাই –আমি কি তবে এতক্ষণ স্বপ্ন দেখছিলেম ?—না সে কখনই স্বপ্ন নয়। যাই—শিবিরে গিয়ে রণধীর সিংহকে এই সমস্ত ঘটনার বিষয় বলি, সে খুব বুদ্ধিমান, দেখি, এ বিষয়ে সে কি পরামর্শ দেয় । ( লক্ষণসিংহের প্রস্থান । ) মন্দিরের দ্বার উদ্‌ঘাটন করিয়া ভৈরবচাৰ্য্য ও ফতেউল্লার প্রবেশ । ভৈরব। আল্লাউদ্দীন আর কি বলেন বল দেখি ?