পাতা:সরোজিনী নাটক.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৮৪
সরোজিনী নাটক।
জ্বলন্ত অনলে হইব ছাই,
তবু না হইব তোদের দাসী॥


আল্লা। একি! আবার যে সব নিস্তব্ধ হ’য়ে গেল। আশ্চর্য্য! আশ্চর্য্য! ধন্য হিন্দু মহিলাদের সতীত্ব! হায! এত কষ্ট করে যে জয়লাভ ক’ল্লেম, তা সকলি নিস্ফল হ'ল। চল, এখন আর এ শূন্য শ্মশান-পুরীতে থেকে কি হবে?

সৈন্যগণ। জাহাঁপনা, আমাদেরও তাই ইচ্ছে।

(সকলের প্রস্থান।)
রামদাসের প্রবেশ।

রামদাস —

গভীর তিমিরে ঘিরে জল-স্থল সর্ব্ব-চরাচর
চিতা-ধূম ঘন, ছায় রে গগন,
বিষাদে বিষাদময় চিতোর-নগর।
আচ্ছন্ন ভারত ভাগ্য আজি ঘোর অন্ধতমসায়;
জয়-লক্ষী বাম, ম্লান আর্য্য-নাম
পুণ্য বীর-ভূমি এবে বন্দিশালা হায়!