পাতা:সরোজিনী নাটক.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ૨ (t দ্বিতীয় গর্ভাঙ্ক । --سس۔یخیr-A یتیتی۔ ۔ ۔ শিবিরের অভ্যন্তরস্ত গৃহ । লক্ষণসিংহের প্রবেশ । লক্ষ্মণ । (স্বগত) হায় হায় ! কি কাজ ক'ল্লেম, সুরদাসকে দিয়ে কেন পত্ৰখানি পাঠিয়ে দিলেম ? চিতোর তো এখান থেকে বেশি দূর নয়, এতক্ষণে বোধ করি, সুরদাস সেখানে পৌছেচে ; বোধ হয়, এতক্ষণে ভার। সেখান থেকে ছেড়েছে। কেন আমি রণধীর সিংহের কথায় ভুলে গেলেম ? রণধীর সিংহ যে কি কুহক জানে, তার কথায় আমি একেবারে বশীভূত হয়ে পড়ি। জাহা! আমার সরোজিনীর এখন বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কুমার বিজয়সিংহকে সে প্রাণের সহিত ভাল বাসে, তার সহিত শীঘ্র এখানে বিবাহ হবে, এ সংবাদে তার মন কতই না আনন্দে নৃত্য করবে। কিন্তু সে যখন এখানে এসে দেখবে যে বিবাহ-সজ্জার পরিবর্তে, তার জন্য হাড়কাঠ প্রস্তুত,–কুমার বিজয়সিংহের পরিবর্ভে, তার পাষণ্ড । পিতা যমের সঙ্গে সম্বন্ধ স্থির করেছে, তখন না জানি তার মনে কি ছবে ? ও? —আর মহিষীই বা কি বলবেন ? কি ক’রেই বা আমি তার নিকট মুখ দেখাব ?-ও ! অসহ !——এখন জাবার, যদি রামদাসকে দিয়ে এই পত্ৰখানি মহিষীর কাছে পাঠিয়ে দিতে পারি, তা হ’লে তাদের এখানে সাসা বন্ধ হ’তে পারে। এখানে সে একবার 8