পাতা:সরোজিনী নাটক.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)V) সরোজিনী নাটক । এরূপ বৃথা সন্দেহ কচ্চেন ? প্রাণপণে যুদ্ধ ক'ল্পে বিজয় লক্ষ্মী স্বয়ং এসে আমাদিগকে আলিঙ্গন করবেন। মহারাজ ! আমি দেবদ্বেষী নই,—আমার বলবার অভিপ্রায় এই যে, শুভকার্য্যে দেবতার কখনই বিঘ্ন দেন না । লক্ষ্মণ। কিন্তু বিজয়সিংহ, ভৈরবচার্য্যের নিকট দৈববাণীর কথা যেরূপ শোনা গেল, ভাতে বোধ হচ্চে দেবতার যবনদের সহায় হয়েছেন। বিজয়। মহারাজ ! আমরা কি তবে এখন শূন্য হস্তে ফিরে যাব ? আপনার পিতৃব্য ভীমসিংহকে যে সেই দুৰ্ম্মতি আল্লাউদ্দিন ছলক্রমে বন্দী ক’রেছিল, আমরা কি এখন তার প্রতিশোধ দেব না ? লক্ষ্মণ । তুমি ইতিপূৰ্ব্বে যখন যবনদের শিবির হতে একজন যবন-রাজকুমারীকে বন্দী করে এনেছিলে, তখনি তার যথেষ্ট প্রতিশোধ দেওয়া হয়েছিল। যবনের তাতে বিলক্ষণ শিক্ষা পেয়েছে। কিন্তু দেখ, এখন দৈব আমাদের প্রতিকূল হয়েছেন, এখন কি— বিজয় । মহারাজ ! সৰ্ব্বদাই দৈবের মুখাপেক্ষ ক'রে থাকৃলে মনুষ্য দ্বারা কোন মহৎ কাৰ্য্যই সিদ্ধ হয় না। আমাদের কার্য্য ত আমরা করি, তার পর যা হবার তা হবে। ভবিষ্যতের প্রতি দৃষ্টি ক’ত্তে গেলে, আমাদের পদে পদে ভীত হতে হয়। না মহারাজ ! ভবিষ্যদ্বাণী দৈববাণীর কথা শুনে যেন আমরা কতকগুলি অলীক । বিস্ত্রের আশঙ্কা না করি। যখন মাতৃভূমি আমাদিগকে কাৰ্য্য ক’ত্তে ব’ল্চেন, তখন তাই যথেষ্ট, আর কোন দিকে দৃষ্টিপাত করবার প্রয়োজন নাই। মাতৃভূমির বাক্যই আমাদের একমাত্র দৈববাণী ।