পাতা:সরোজিনী নাটক.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○レ* সরোজিনী নাটক । রণধীর। শুনলেন তো মহারাজ! বিজয়সিংহ ব'ল্লেন,—“পৃথিবীতে এমন কি বস্তু আছে, যা মাতৃভূমির জন্য অদেয় থাকতে পারে?” দেখুন, উনিও স্বদেশের জন্য সব কত্তে প্রস্তুত আছেন। লক্ষ্মণ । ( দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ ) হা!— রণধীর । মহারাজ ! ওরূপ দীর্ঘ নিশ্বাসের অর্থ কি ? ঐ নিশ্বাসে আপনার হৃদয়ের ভাব বিলক্ষণ প্রকাশ পাচ্চে। আপনার দুহিতার শোণিত-পাত আশঙ্কায় আপনি কি পুনৰ্ব্বার আকুল হয়েছেন ? এত অল্প কালের মধ্যেই আপনার প্রতিজ্ঞ বিচলিত হ’য়ে গেল ? মহারাজ ! বিবেচনা ক’রে দেখুন, দেবী চতুভূজা আপনার দুহিতাকে চাচ্চেন,— মাতৃভূমি আপনার দুহিতাকে চাচ্চেন—এখন কি আপনি তাদের নিরাশ করবেন ? আর যখন আপনি একবার প্রতিজ্ঞ করেছেন, তখন কি বলে আবার তা অন্যথা করবেন বলুন দেকি ? আপনি এরূপ প্রতিজ্ঞ করাতেই তো ভৈরবাচার্য্য মহাশয় সমস্ত রাজপুতদিগকে এই আশ্বাস দিয়েছেন যে, যবনগণ নিশ্চয়ই আমাদের দেশ হ’তে দূরীভূত হবে। এখন যদি তারা জানতে পারে যে, আপনি দেবীর আদেশ পালনে অসম্মত, তা হ'লে নিশ্চয়ই তারা ক্রোধান্ধ হ’য়ে আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তখন আপনার সিংহাসন পৰ্য্যন্ত রক্ষণ করা কঠিন হবে! এই সমস্ত বিবেচনা ক’রে পূর্ব হতেই সতর্ক হন। আর মহারাজ ! আপনার পিতৃব্য ভীমসিংহকে যবনগণ যে ছলক্রমে বন্দী করেছিল, তারই প্রতিশোধ দেবার জন্তই তো আমরা অস্ত্ৰধারণ করেছি। একজন স্বজাতীয়ের অবমাননা হ’য়েছে—