পাতা:সরোজিনী নাটক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ সরোজিনী নাটক । পড়ল—ভাগ্যি আমরা সেদিন খুব হুলিয়ার ছিলেম ও আমাদের সৈন্তা-সংখ্যা বেশি ছিল ভাই রক্ষে— উজির। জাহাপনা ! সে দিন আমাদের পক্ষে বড় ভয়ানক দিন গেছে। আল্লা। দেখ উজির, এবার চিতোরে গিয়ে এর বিলক্ষণ প্রতিশোধ দিতে হবে। এবার দেখব পদ্মিনী-বেগম কেমন তার সতীত্ব রাখতে পারে ? হিন্দুরাজাকে আমি এত ক'রে ব'ল্লেম যে, পদ্মিনীবেগমকে আমার হস্তে সমর্পণ ক’ল্পেই চিতোরপুরী নিরাপদ হবে, তা সে কিছুতেই শুনলে না—আচ্ছ। এবার দেখুব কে তাকে রাখে ? ১ ম ওমরাও । জাহাপনা ! পখ্রিনীর কথা কি, হজুরের হুকুম হ’লে আমি স্বর্গের পরীও ধ’রে এনে দিতে পারি। চিতোর সহরে একবার প্রবেশ ক'ল্লেই হজুর দেখবেন, আপনার পদতলে শত শত পদ্মিনী গড়গড়ি যাবে। আল্লা । (হাস্য করিয়া) আচ্ছা, সে বিষয়ে তোমাকেই সেনাপতিত্বে বরণ করা গেল। তুমি সে যুদ্ধের উপযুক্ত যোদ্ধা বটে । ১ ম ওমরাও । গোলামের উপর যথেষ্ট অনুগ্রহ হ’ল। এমন উচ্চ পদ আর কারও হবে না। আমাকে হজুর রাজ্য ঐশ্বৰ্য্য দিলেও আমি এত খুসি হতেম না। হজুর সেখানে আমার বীরত্ব দেখবেন। (যোড়হস্তে ) হজুর ! বেয়াদবি মাপ করবেন, একটা কথা জিজ্ঞাসা করি, চিতোর আক্রমণের আর কত বিলম্ব আছে ? আল্লা। কি হে, তোমার দেখছি আর দেরি সয় না।