বিষয়বস্তুতে চলুন

পাতা:সরোজিনী নাটক.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। প্রথম গর্ভাস্ক । চিতোরের রাজপথ । ফতেউল্লার প্রবেশ। ফতে। ( পথ চলিতে চলিতে স্বগত) এই সহর ছাড়ায়ে আরও এক কোশ রাস্ত চল্লি পর, তবে চাচাজির আস্তান নজরে আসবে। অ্যাহন মুই আরও বিশ কোশের পাল্লা মাত্তি পারি অ্যামন তাকৎ বি মোর হয়েছে। চাল কল খাওয়ায়ে খাওয়ায়ে চাচাজি মোর দফারফা করি ফ্যালেছিল, ভাগ্যি দিল্লি গ্যাছেলাম, তাই খায়ে বত্তালাম। বাবা! প্যাজারমুনির এমন গুণ, মোর বুকির ছাতি হিৰ্ম্মতে যেন দশ হাত ফুলি উঠেছে।—অ্যাহন আর মুই কোন ব্যাট হাছর তক্কা রাহি নে। মোরা বাদসার জাৎ, পরোয় কি ? সব নসিবির কাম। মুই বাসা হলি ত আগে এই হ্যাঙ্ক ব্যাটাদের কুটি কুটি করে জবাই করি ; আর গদিতে ঠ্যাস্ মারি, খুব লম্বী চৌড়। হুকুম করি, বাগুনির কাবাব আর চিংড়ির ছালোন বেনিয়ে খুব প্যাট,