পাতা:সরোজিনী নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9ぐり সরোজিনী নাটক । আগুক্তি পারে, তা হলে এক থাপ্পড়েই চাবালিডা ওড়ায়ে দিই। মোরা হচ্চি বাদসার জাৎ, মোরা কি হ্যাজুদের ডর রাখি ? অ্যাহন তো কোন ব্যাটারেই দেখতি পাচ্চি না (স্বগর্কে বুক ফুলাইয়া গমন ) ৩য় রক্ষক। মুসলমান ব’লে তো আমার বোধ হ'চ্চে। ব্যাট বুক ফুলিয়ে চলেছে দেখ না,—রোস জিজ্ঞাসা করা যাক (নিকটে যাইয়া) কে তুই ? ফতে। (স্বগত) কেড ও ? তিন জন হেভিয়ের বাধা সিপুই--- বাপপুইরে! এই বার মলাম আল্লা--(কম্পমান ) ১ম-রক্ষক । কথা কোস নে যে—বল্ কে, না হলে এখনি দেখতে পাবি। ফতে। মুই—মুই—মুই কেউ নই বাবা— ২য় রক্ষক। কেউ নই তার মানে কি ? ব্যাটাকে ঘা কতক দাও ড়ো হে । ফতে। বলুচি বাবা, বলুচি বাবা—মের না বাবা-মুই মোগাঁফের লোক— ৩য় রক্ষক। দেখচ, এত ঢাকৃবার চেষ্টা ক'চ্চে, তবু মুসলমানি কথা ওর মুখ দিয়ে আপনি যেন বেরিয়ে পড়ছে—ও ব্যাটা নিশ্চয়ই মুসলমানদের কোন চর হবে। - ফতে। আল্লার কিরে—মুই মুসলমান নই বাবা-মুই হ্যান্থমুই হ্যান্থ-তোমাদের জাত-ভাই— -