পাতা:সর্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সার-সংগ্রহঃ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 সৰ্ব্ববেদান্ত-সিদ্ধান্ত-সারসংগ্ৰহঃ । (ক্ষ হুইবার নহে এইরূপ বস্তু ধন। ধন্তভোগবিভকৈ পুণ্যের দ্বারা লব্ধ নানা বিধ ভোগসাধন-বিভব-সমূহের দ্বার) শ্ৰীমুন্দরং (পরম শোভা মনোহর মন্দিরং (ভবন) সৰ্ব্বং(এই প্রকার সকল বস্তুই)নশ্বরং (বিনাশশীল)ইতি (ইহ) শ্রত্যুক্তিভিঃ (শ্রুতির বচনসমূহের দ্বারা) যুক্তিভিঃ (এবং যুক্তিসমূহের দ্বার) অবেত্য (বুঝিয়া) কবয়ঃ (তত্ত্বদর্শী ব্যক্তিগণ) সংস্কৃন্তন্তি (সংস্তাস অবলম্বন করিয়া থাকেন), অপরে তু (কিন্তু প্রাকৃত ব্যক্তিগণ) তৎ(সেই সকল বস্তুকেই) মুখস্থ (মুখের হেতু ) ইতি এই প্রকার অবেত্য =নিশ্চয় করিয়া ) দুঃখার্ণবে (দুখঃ-সমুদ্রে ) ভ্ৰাম্যন্তি (ভ্রমণ করিয়া থাকে ) ॥৮৫ অনুবাদ। শ্রদ্ধা-ভক্তি-সম্পন্ন গুণবতী পতিব্ৰতা পত্নী, অনুগত এবং পণ্ডিত পুত্ৰগণ, প্রচুর ধন, ও পুণ্যবলে লব্ধ নানাবিধ ভোগজনক বিলাস সামগ্রীতে পূর্ণ পরম সুন্দর ভবন, এই সকল বস্তুই বিনশ্বর, ইহা শ্রতিবাক্য এবং যুক্তিসমূহের সাহায্যে বুঝিতে পারিয়া, তত্ত্বদর্শী ব্যক্তিগণ সংন্যাসাশ্রম অবলম্বন করিয়া থাকেন ; কিন্তু মোহান্ধ ব্যক্তিগণ এই সকল বস্তুকেই (একমাত্ৰ ) সুখের সাধন বিবেচনা করিয়া, দুঃখ সমুদ্রে পতিত হইয়া ঘুরিতে থাকে ॥৮৫ সুখমিতি মলরাশে যে রমন্তেহত্র গেহে ক্রিময় ইব কলব্র-ক্ষেত্র-পুত্রানুষক্ত্য। স্বরপদ ইব তেষাং নৈব মোক্ষপ্রসঙ্গ স্তৃপি তু নির্যগর্ভাবাস-দুঃখপ্রবাহঃ ॥ ৮৬ অন্বয়। অত্র (এই) মলরাশী (মলসমূহ-পরিপূর্ণ) গেছে (গৃহে) সুরপদ ইব (ইহা স্বর্গসদৃশ এই প্রকার বিবেচনা করিয়া) কলক্ৰক্ষেত্র পুত্রামুক্ত (স্ত্রী, বিষয় এবং পুত্র প্রভৃতির প্রতি একান্ত অম্বুরাগের বশে) মুখমিতি (মুখ ভোগ করিব এই আশায়) ক্রিময়ঃ ইব (ক্রিমিসমূহের ন্যায়) যে (যাহারা) রমন্তে (আসক্ত হইয়া থাকে ) তেষাং (তাহাদিগের ) মোক্ষপ্রসঙ্গ: (মুক্তির সম্ভাবনা) নৈৰ [ ভবতীতি শেষ:= হইতে পারে না , অপিতু (কিন্তু) নির্যগর্ভাবাসদুখপ্রসঙ্গঃ (নরক এবং গর্ভে বাসজনিত দুঃখধারা) [ভবতীতি শেষ:= হইয়া থাকে ] ॥ ৮৬ -