পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খরাবৃত্ত অবসান-বিরহিত স্বরসমূহ ভজিতেছিলেন, সেই সময় । এই বৃদ্ধ মর্সীঞ্জৰী—মনে হয় খুব পণ্ডিত-আমার নিকট সংস্কৃত , ও ইংরাজির এক-গোত্রীয়তা সম্বন্ধে প্রমাণ প্রয়োগ করিতেছিলেন; } - পিতর শব্দের সহিত ফাদার শব্দের-ভ্রাতর শব্দের সহিত ব্রাদ৮ 臟 রের—দুহিতর শব্দের সহিত ডটারের সদৃপ্ত দেখাইতেছিলেন। এই সকল পুরাতন তুলনা তো আজকাল আমাদের সকল ব্যাকরণের । মধ্যেই দেখিতে পাওয়া যায়। কিন্তু আমাদের মত দেখিতে এই : শৈব হিন্দুর মুখে এই কথাগুল বিশেষরূপে চমকদার বলিয়া মনে । -- _ 耍 হইয়াছিল। । ੈ। 輯 to . . --- 3.

  • Loo o

罐 + ਾਂ o - অতঃপর আমরা নাচওয়ালীদের গৃহে প্রবেশ করিলাম। ইয় নগরের হৃদয়-দেশে—সৰ্ব্বাপেক্ষ লোকাকীর্ণ রাস্তায়—বাজারে মধ্যে অবস্থিত। এই চিত্র-বিচিত্র জনতার প্রবাহ-নান বর্ণ o মুখ—নগ্নতার সহিত তরঙ্গায়িত চিলা-ঢালা পরিচ্ছদের সংমিশ্রণ= } এই সমস্তই চিরবিস্ময়কর। রাজপথের মধ্যে মানবপ্রবাহ অর্কি : রাম প্রবাহিত । রাস্তার বাধানো পদ-পথের উপর এক দল লোক সারি সারি বসির তাবার উপর খুজিতেছে-কাস পিটজে দোকানদারের তাহদের খাতার উপর ঝুঁকিয়া আছে-কতকগু ি ■ অলসভাবে বিসর্জন করিয়াছে। ੰ

      • -

-: - - - - - --- - 家, কীতোদর গবাক্ষ, ছোট ছোট প্রস্তরমূৰ্ত্তি, বারগুt প্রভৃতি । o লাম। তাহার চারিদিকে সরু সরু থাম বিরাজমান। কেহই । লোক উবু হুইয়া বসিয়া তাহদের কৃষ্ণবর্ণ মস্তক নাপিতের হতে । শাখা ডাল-ওয়ালা একটা বহুমূল্য বৈঠকী ঝাড়।-হিন্দুদের সব দোকান ও বাড়ি বাহির হইয়াছে সেইখানকার রাস্তাটা খুব সোজা' ! ফল, তাবার জিনিস, সবুজ রঙ্গের খেলনা, জরির চটিজুতা গ্রন্থ : দ্রব্যসামগ্রীতে এই সকল দোকান পূর্ণ। মাথার উপর গৃহবহির্গত লই যন্ত্রতত্র-পরিদৃশু এক -- 。■■ দেশীয় পিপীলিকাবাসার অভ্যস্তরে আসিয়া পড়িয়াছি-সহস্ৰ সহস্ৰ শতাদি হইতে ইহা একইভাবে রহিয়াছে। উপন্যাসোত্ত বাগদাদ নগরীয় বণিক-মহল এই প্রকার ছিল বলিয়া কল্পনা করা যাইতে *1 মার ভৃত্য তাহার সুপরিচিত একটি ক্ষুদ্র দ্বার উদঘাটন । করিল। পুনৰ্ব্বার দ্বার রুদ্ধ হইল, সহসা সমস্ত অন্ধকার-নিস্তব্ধ। বাহিরে সহস্ৰ সহস্ৰ নগ্নপদের যে ঘর্ষণ-রব শোনা যাইতেছিল o


-

তাহা অার শোনা গেল না। . গলির শেষপ্রান্তে আর একটি দ্বিতীয় দ্বার-এই দ্বার দিয়া . o আমরা একটা নিম্ন-ছাঁদ, অৰ্দ্ধালোকিত গৃহ-শালায় উপনীত হই ।

  • -

এখানে নাই। কেবল তিনটা লম্বোদর ছোট ছোট দেবমূৰ্ত্তি অৰ্দ্ধপরিদৃগু কুলঙ্গিতে উপবিষ্ট। গৃহ-শালার প্রান্তভাগে একটা কালেী রঙ্গের সিড়ি। খুব সাবধানে হাত দিয়া টিপিতে টিপিতে এই সিড়ি দিয়া উঠিলাম। দোতলায় উঠিয়া নাছওয়ালীদের ঘরে সুগন্ধে ভরপুর-শিরঃপীড়ক জমির উপর কতকগুলি ফুলদানে o ফুল রক্ষিত


o of io

- রকমের হলদে রঙ্গের -

  • . - - " " - - o- " - ox * so