পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o .".s厅 oE. o-- - i H


সাধনার তৃতীয় বর্ষ পূর্ণ হইল। " আমরা কিয়ৎপরিমাণেও সিদ্ধিলাভ করিয়াছি কিনা জানি ना । । { কিন্তু একথা গোপন করিবার আবশ্যক দেখি না, যে, যে পরিমাণ জনাদর প্রাপ্ত হইলে বহুব্যয়সাধ্য “সাধনা" স্বচ্ছন্দে স্থায়িত্বলাভ করিতে পারিত তাহ সাধনার” অদৃষ্টে ঘটে নাই তাহাতে হয়ত আমাদের অক্ষমতা অথবা দুর্ভাগ্য অথবা উভয়ই প্রকাশ পাইতেছে। আমাদের একটি উৎসাহের কারণ এই আছে যে, আমরা অনেক কৃতবিদ্য পাঠক লাভ করিয়াছি এবং সাধনার প্রতি তাছাদের যথেষ্ট অনুরাগ আছে। তবুও যে, সাধনার আর্থিক অবস্থার অস্বচ্ছলতা ঘটিয়াছে সে কেবল সাধনার অনুষ্ঠাতাগণের বিবেচনার দোষে তাহাতে সন্দেহ নাই। বাঙ্গলা দেশের কোন সাময়িক পত্রের এতাদৃশ ব্যয়বাহুল্য করা উচিত হয় না। - পত্রিকার স্থায়িত্বের প্রতি দৃষ্টি রাখিয়া আগামী বৎসর হইতে সাধনার সাইজ রয়াল করা হইবে—এবং কাগজের ভার লাঘব করিয়া যাহাতে ছুই পয়সা মাগুলে যায় তাহার ব্যবস্থা করা যাইবে । আগামী বৎসর হইতে পত্রিকার মূল্য ডাকমাশুল সমেত তিনটাকা স্থির হইল। এক্ষণে গ্রাহকগণকে ডাক মাশুল সমেত দুই টাকা বার জানা দিতে হইতেছে তাহার উপর কেবল চারি অান মূল্য বৃদ্ধি হইল । যোগ্যতর হস্তে সম্পাদকীয় কাৰ্য্যভার হ্যস্ত করিয়া আমি অবসর গ্রহণ করিলাম—সম্পাদকীয় কৰ্ত্তব্যসাধনে যে সকল ক্রটি ঘটিয়াছে তজষ্ঠ পাঠকদের নিকট ক্ষমা প্রার্থনা করি। ইতি