পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ: Էե- সাধনা । তাহার প্রজারা পালেমেন্ট ওয়ালা হইয়াও রাজভক্ত হইতে " -- - - * ভাষা জানা আছে বলিয়া যাহাকে অৰ্দ্ধ-বিদেশী" বলা হয়, আসলে 蠶 হয় তোসে তাহার সমালোচক অপেক্ষা বেশি ইংরাজ। - একজন 蠶 ধনী লোকের বিদেশী সম্পত্তি থাকিলেও দেশের সম্পত্তিও তাহার দরিদ্র প্রতিবেশী অপেক্ষা বেশি থাকিতে পারে। -স্বদেশবাৎসল্য পারে " ------ মানসিক জাতীয়তা রক্ষা সম্বন্ধে গ্রন্থকার এইরূপ বলেন - “অন্তরে বিশুদ্ধ জাতীয়তা রক্ষা করিতে হইলে, ছাকা অজ্ঞতার আশ্রয় লইতে হয়। একজন ইংরাজ চাষা, ছাক ইংরাজ হইতে পারে ; কিন্তু কোন ইংরাজ ভদ্রসস্তান, যে ল্যাটিন ও গ্ৰীক শিক্ষা করে সে আংশিকভাবে ল্যাটিন জাতিতে ও আংশিকভাবে গ্রীক জাতিতে পরিণত হয় ; আরও, যদি সে ভাল করিয়া ফরাসী বলিন্তে পারে, তবে সে কতকটা ফরসী জাতিতেও পরিণত হয়। যদি বিশুদ্ধ ইংরাজী ভাব রক্ষা করিতে চাও, তবে শিক্ষার বিষয় হইতে ইংরাজি ছাড়া আর সব শিক্ষা বাদ দেও। এমন কি, তাহ হইল প্রাকৃতিক বিজ্ঞান ও সৌধীন শিল্পকেও তাহা হইতে বাদ দিতে হয়। কেন না, উহার অধিকাংশ বৈদেশিকদিগের দ্বারা গঠিতঐ সকল বিদ্যার অনুশীলন করিতে হইলে ক্রমাগত বৈদেশিক গ্ৰন্থ সকল পাঠ করিতে হয়। কিন্তু এই সকল বস্তু কোন জাতি বিশে ষের নিজস্ব সম্পত্তি হইতে পারে না –উহাতে সমস্ত সভ্য জগতের অধিকার আছে। যেমন, আইভানহোতে, রেবেকা বলিয়াছিল। ইংলণ্ড সমস্ত জগৎ নহে। ইংরাজ বৈজ্ঞানিকেরা ক্রমাগত তাইগি গ্রন্থে বৈদেশিক প্রামাণিক গ্রন্থকারদিগের লেখা হইতে উন্থ : করেন ; ইংরাজ চিত্রকর ও সঙ্গীতবেত্তারা আশৈশব রোগ : মহাদেশের প্রতিভার দ্বারা লালিত-পালিত। কিন্তু যদিও একজন শিক্ষিত ব্যক্তির পক্ষে মানসিক জাতীয়তার বিশুদ্ধতা রক্ষা অসম্ভব, —বিদেশী ভাব-সকল সাধারণ লোকের সহজাধিগম্য হওয়া-প্রযুক্ত o কেবল ইংরাজি ভাবের মধ্যে এক্ষণে বাস করা স্বকঠিন ; তথা o এ কথা বলা যাইতে পারে, অশিক্ষিত অপেক্ষা শিক্ষিত ইংরাজের । ফরালী ও ইংরাজ । - Jు సెఫె মনে বিশুদ্ধ ইংরাজি ভাব এখনও বেশিমাত্রায় বর্তমান । বিদেশী সম্বন্ধেও একথা খাটে ; এমন অনেক ইংরাজ আছে যাহারা ইটালী দেশকে খুব ভালবাসে—অথচ ইংলণ্ডকেও এতটা ভালবাসে যে, তাহদের ভাব দেখিয়া মনে হয় বুঝি তাহারা ইংলণ্ডের বাহিরে এক পদও অগ্রসর হয় নাই।” - গ্রন্থকার ফরাসী ও ইংরাজের ব্যায়াম-শিক্ষা সম্বন্ধে তুলনা

করিয়া বলেন –ইংলণ্ডে সাধারণের মধ্যে জিমন্ত্যাষ্টিক ব্যায়ামের ততটা আদর নাই—পক্ষান্তরে, ফ্রান্সে জিমন্যাষ্টিকের চর্চা বিলক্ষণ আছে। ইংরাজেরা রীতিমত ব্যায়াম শিক্ষায় নারাজ-মাঠ ময়দানে ছুটাছুটি করিয়া ক্রিকেট প্রভৃতি খেলা—নৌকায় চড়িয়া দড়িটানা-এই সকল ব্যায়ামে ইংরাজের বেশি অনুরক্ত। পক্ষান্তরে, ফ্রান্সে ক্রিকেট প্রভৃতি খেলার চলন নাই-এমন ীি , লন-টেনিস খেলা, গোড়ার ফরাসীদেশের খেলা হইলেও, বেশি ব্যয়সাপেক্ষ বলিয়া ফরাসী দেশে প্রায় উঠিয়া গিয়াছে। ফরাসীর পূৰ্ব্বে নৌকার দাড়টানা হীন কাজ বলিয়া মনে করিত এখন নৌকার বাচ খেলা, কতকট আরম্ভ হইয়াছে। ফরাসীদিগের মধ্যে "" এখনও প্রচলিত থাকায় অনেকেই ত তলোয়ার খেলা শিক্ষা করে। এই তলোয়ার খেলায় অঙ্গপ্রত্যঙ্গের চটুলতা বদ্ধিত হয়। এখন ফ্রান্সে জিম্ন্তাষ্টিক ও সমরোপযোগী অঙ্গ-চালনার শিক্ষা সাধারণের মধ্যে প্রচলিত । এখনকার সাময়িক নিয়মানুসারে, প্রত্যেক পূর্ণদি ফরাসীকে সৈন্যদলভুক্ত হইতে হয়। ইহাতে একটা এই - 5. 鬣 -- o .f :o 囊 o --- - - o o

ĝi 劃

o, o o -


o------

o o i - o o o-o o o