পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- -- - o - ****

  • * * *

-- hio * = or - so o o o: -- --- |

সাধনী । জেলেছ কি মোরে প্রদীপ তোমার করিবারে পূজা কোন দেবতার রহস্ক-ঘেরা অসীম আঁধার মহা মন্দিরতলে ? নাহি জানি, তাই কার লাগি প্রাণ মরিছে দহিয়া নিশি দিনমান, চেতন অগ্নিশিখার সমান নাড়ীতে নাড়ীতে জলে ? অৰ্দ্ধনিশীথে নিভৃতে নীরবে এই দীপখানি নিবে যাবে যবে, বুঝিব কি, কেন এসেছিনু ভবে, কেন জলিলাম প্রাণে ? কেন নিয়ে এলে তব মায়ারথে তোমার বিজন নুতন এ পথে, কেন রাখিলে না সবার জগতে জনতার মাঝখানে ? জীবন-পোড়ানো এ হোম-অনল সে দিন কি হবে সহসা সফল ? সেই শিখা হতে রূপ নিৰ্ম্মল বাহিরি’ আসিবে বুঝি । সব জটিলতা হইবে সরল তোমারে পাইব খুজি ! ছাড়ি কৌতুক নিত্য-নূতন ওগো কৌতুকমী অন্তর্যামী । জীবনের শেষে কি নুতন বেশে দেখা দিবে মোরে অয়ি ? চির দিবসের মৰ্ম্মের ব্যথা, শত জনমের চির সফলতা, আমার প্রেয়সী, আমার দেবতা, আমার বিশ্বরূপী, মরণ-নিশায় উষা বিকাশিয়া শ্ৰান্ত জনের শিয়রে আসিয়া মধুর অধরে করুণ হাসিয়া দাড়াবে কি চুপি চুপি ? ললাট আমার চুম্বন করি নব চেতনায় দিবে প্রাণ ভরি’, নয়ন মেলিয়া উঠিব শিহুরি?-- জানি না চিনিব কি না ! শূন্ত গগন নীল নিৰ্ম্মল, নাহি রবিশশি গ্রহমণ্ডল, না বহে পবন, নাই কোলাইল, বাজিছে নীরব বীণ ! আচল আলোকে রয়েছ দাড়ায়ে, কিরণ-বসন অঙ্গ জড়ায়ে চরণের তলে পড়িছে গড়ায়ে ছড়ায়ে বিবিধ ভঙ্গে । গন্ধ তোমার ঘিরে চারিধার, উড়িছে আকুল কুন্তলভার,