পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- -- সাধনা। ’

  • -

ফরাজীতে মাজিষ্টর কালেক্টরের অভ্যর্থনার জন্ত লালপাগড়ী কনষ্টেবল এবং নীলপাগড়ী লাটিহাতে চৌকীদারের দল গ্রামের প্রবেশপথে দুধারে দাড়াইয়া গিয়াছিল। অতএব সাহেব বাহাদুরের ভ্রমুখপঙ্কজ হইতে ছোট তরফের নাম ধ্বনিত হইবামাত্র দুইজন ৷ জন্য বিস্তর চেষ্টা করিতেছিল, এবং যাহাতে বালিকা কালেক্টর চৌকীদার উদ্ধশ্বাসে দৌড়িয়া শ্রান্তক্লান্ত অশ্বটকে পথ দেখাইয়া সাহেবের সামনে বাহির না হয় সে জন্ত ভগীদাসীকে বারম্বার চলিল। দারোগাজী তখন বড় তরফের ম্যানেজারের মোকদমা লইয়া বড়ই বিব্রত ছিলেন এবং নিজে ভূতের প্রতি আস্থাবান হইলেও মাজিষ্টর সাহেবের ভয়ে রাত্রের ঘটনাট একদল অসন্তুষ্ট প্রজার উপর ফেলিবার আয়োজন করিতেছিলেন। এদিকে আসল - ---- - * -- SuS S S - to . . . . ." কৃতজ্ঞতা। לף বেতন পাইয়াও এই “মানুষ ঘোড়ার” দল ক্রমশঃ বাড়িয়াই চলিয়াছে। ঘোড়ার চেয়ে মানুষ-ঘোড়ার দৌড়-শক্তি কিছু কম নহে এই নূতন ীি তথ্য প্রত্যক্ষ করিয়া মেমসাহেব হাসিয়া অস্থির হইলেন। স্বয়ং 籬 সাহেবেরও ধৃতচুরট অধরেীষ্ঠে আনন্দরাগ দেখা দিতেছিল। কোন অব্যক্তনামা পত্রপ্রেরকের প্রেরিত পত্রে এ সম্বাদ অবগত হইবা স্থা স্নেহ ও আদর লাভ এবং সম্পাদকীয় স্তম্ভে তাহারই উপর মন্তব্য প্রকাশ করিতে গিয়া তখনকার একজন সম্পাদক বলিয়াছিলেন যে, প্রাস্তসীমার যুদ্ধের BBBB BBBB BBB BB BBBBBB BBBBBB BBBB Z BBBS BBBB BBB স্থির হইয়া বসাইতে পারিয়াছিল বটে

  1. কিন্তু সিখি কাটিয়া সেই অসংঘমিত চূর্ণকুন্তলদামে দুইবার চিরণি ক্ট টানিতে ন টানিতে বহিদ্বারে গাড়ীর ঘর্ঘর শোনা গেল।

BBBB BB BBBBB BBBB BBBBBBS BBBBB BBBS Z BBBttttt BBBBB BBB BBBB BBB BBBB তিন গোপনে গোপনে করিয়া কোন সন্তোষজনক উপায় স্থির করিতে পারেন নাই, এই মুহূৰ্ত্তে তাহার একটা মীমাংসার ভরসা ডোনাল্ড নাকি সেদিনকার বহুদৰ্শিতার বলে রিপোর্টে প্রমাণ করিয়াছিলেন যে, দৌড়পটু এই শ্রেণীর দেশীয় লোকের বহুল নিয়োগ দ্বারা অঙ্ক 獸 রক্ষার অনর্থক ব্যয়ভার প্রভূত পরিমাণে লাঘব করা যাইতে । পারে।. হিসাব করিয়া তিনি ইহাও দেখাইয়াছিলেন যে “জানো য়ার ঘোড়া”র প্রত্যেকট রি যেমন তেমন করিয়া ৭৮ টাকা মাসিক খরচ পড়ে, কিন্তু মোটে তিন টাকা এবং বৎসরে চারিবার মাত্র o - 驚 o 韃 麓 এ দিকে অকালী সিং প্রভুকন্যা স্বরবালার ইজ্জত আবরু রক্ষার সাবধান করিতেছিল। কিন্তু স্থরবালা বাপের একমাত্র অাদরের মেয়ে এবং তাহার জমাদারের পূজনীয়া ও সোহাগের স্বরে দিদি, — সে কোন বিধি নিষেধের ধার ধারে না । বিশেষতঃ পিতা প্রমথনাথ সাহেবি মেজাজের লোক ছিলেন, সাহেব মেমের রাঙ্গ মুখ দেখিলে সাধারণতঃ বাঙ্গালীর ছেলেমেয়েদের যেমন জুজুর ভয় জাগিয়৷ উঠে, কন্যাকে তিনি তেমন শিক্ষা দেন নাই। বাপের সঙ্গে সুরে অনেকবার সাহেববাড়ী বেড়াইতে গিয়াছে এবং সাহেব দম্পতির করিয়া আসিয়াছে। কাজেই আজ বাড়ীতে শ্বেতমুখ অতিথির আগমন হইবে শুনিয়া তাহার আহলাদের সীমা ছিল না। চুল না বাৰিলে মেমসাহেব দেখিয়া নিন্দা করিবেন ভগী লাফে অন্দরমহল ত্যাগ করিয়া গিয়াছিল। অতএব অকালীসিং সাহেবকে সম্বৰ্দ্ধনা করিয়া বৈঠকখানায় লইয়া যাইতে না যাইতে জরো আসিয়া চিরপরিচিতের মত মেমসাহেবের হাত ধরিল। সে মহিমাময়ী সরলা বালিকা-মূৰ্ত্তি দেখিয়া মিসেস ডোনাল্ড্ৰও আশ্চৰ্য্য হইলেন—বলিলেন Charming ! কালেকটরও ফিরিয়া চাহিয়া হাসিয়া উঠিলেন। কেবল অকালী সিংহের মাথায় বজ্ৰাঘাত হইল।

: -- " " -- ഷ-:.--

- --