পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 Ց:Հ সাধন । 韃 醫 ৰাঘাত করিয়া থাকে অ যেমন বর্ণমালার আরম্ভ এবং সমস্ত : ব্যঞ্জনবর্ণের সহিত যুক্ত, অসন্তোষ ও অতৃপ্তি সেইরূপ স্বজনের | আরন্তে বর্তমান এবং সমস্ত মানবপ্রকৃতির সহিত নিয়ত সংযুক্ত। মানসিক ক্ষিপ্ততা বা পরিপাকশক্তির বিকারবশতঃ নহে। কৃষক 麟 কবি যখন কবিতা রচনা করে তখন সে মাঠের শোভা কুটীরের মুগ্ধ o ৰূর্ণনা করে না—নগরের বিস্ময়জনক বৈচিত্র্য তাহার চিত্ত আকর্ষণ o করে—তখন সে গাহিয়া ওঠে— o “কি কল বানিয়েছে সাহেব কোম্পানি । o কলেতে ধোয় ওঠে আপনি—সজনি !” | কলের বাশি যাহারা শুনিতেছে মাঠের বাশের বঁাশরী” শুনি { তাহার ব্যাকুল হয় এবং যাহারা বাশের বঁাশরা বাজাইয়া থাকে : কলের বাশি শুনিলে তাহাদের হৃদয় বিচলিত হইয় উঠে। এই জন্য সহরের কবিও সুখের কথা বলে না, মাঠের কবিও আকাঙ্গার } চাঞ্চল্য গানে প্রকাশ করিতে চেষ্টা করে। সুখ চিরকালই দূরবর্তী, এই জন্ত কবি যখন গাহিলেন--”সৰ্ব্ব } দাই হুহু করে মন” তখন বালকের অস্তরেও তাহার প্রতিধ্বনি | o:H: [...” জাগিয়া উঠিল। কবি যখন বলিলেন— “কভু ভাবি ত্যেজে এই দেশ, যাই কোন এ হেন প্রদেশ, যথায় নগর গ্রাম o o নহে মানুষের ধাম, o পড়ে আছে ভগ্ন-অবশেষ ৷ ” to গৰ্ব্বভরা অট্টালিকা যায়, F. এবে সব গড়াগড়ি স্বায় : o o: বিহারীলাল । Կ : Ա বৃক্ষলতা অগণন ঘেরে করে আছে বন, উপরে বিষাদবায়ু বায় । প্রবেশিতে যাহার ভিতরে, ক্ষীণপ্রাণী নরে ত্রাসে মরে ; যথায় শ্বাপদদল । করে ঘোর কোলাহল, ঝিল্লি সব বিবি রব করে। তথা তার মাঝে বাস করি, ঘুমাইব দিবা বিভাবরী 3. অার কারে করি ভয়, ব্যান্ত্ৰে সৰ্পে তত নয়, মানুষজন্তুকে যত ভরি।” তখন এই চিত্রে ভয়ের উদয় না হইয়া বাসনার উদ্রেক হইল । যে ছেলে ঘরের বাহিরে একটি দিন যাপন করিতে কাতর হয়, } ঝিল্লিররাকুল বিষাদবায়ুরীজিত ঘন অরণ্যবেষ্টিত ভীষণ ভগ্নাব শেষ কেন যে তাহার নিকটে বিশেষরূপে প্রার্থনীয় বোধ कुं; বলা কঠিন। 獸 স্বেচ্ছাবিহারপ্রিয় পুরুষ এবং একটি গৃহবাসিনী অবরুদ্ধ রমণী দৃঢ় অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হইয়া আছে। আমাদের প্রকৃতির মধ্যে একটি বন্ধন-অসহিষ্ণু এক জন জগতের সমস্ত সূতন নূতন দেশ ঘটনা এবং অবস্থার মধ্যে নব নব রসাস্বাদ করিয়া আপন অমর শক্তিকে বিচিত্র বিপুলভাবে পরিপুষ্ট করিয়া তুলিবার গষ্ট সৰ্ব্বদা ব্যাকুল, আর একজন শত সহস্র অভ্যাসে বন্ধনে প্রথায় প্রচ্ছন্ন এবং পরিবেষ্টিত। একজন বাহিরের দিকে লইয়া যায়, আর এক জন গৃহের দিকে টানে। একজন বনের পার্থী, আর একজন _ o

o o

  • *恶

意 麗 o o s o –