পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: Յ:Եր - সাধনা ৷


অপেক্ষ মহত্তর—যাহা সমস্ত সমাজ অপেক্ষ মহত্তর – যে শক্তি শুভ ও অশুভ ফল বিতরণ করিতে সম্পূর্ণরূপে সমর্থ এবং প্রত্যেক ব্যক্তি ও সমাজের সহিত যাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ও মমতা বিদ্যমান। দ্বিতীয় উপাদান ;–এই শক্তির প্রতি ভক্তিভাব, তটস্থভাব, গ্রেন্থ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং এই সমস্ত ভাব প্রকাশ করিবার জনা কোন বিশেষ পদ্ধতির ব্যবস্থা। তৃতীয় উপাদান; –এমন কতকগুলি অনুষ্ঠান –জীবনের এমন কতকগুলি নিয়ম পালন করা, যাহা সেই শক্তির অভিপ্রেত ও প্রিয় এবং যাহার আচরণে সেই শক্তি । প্রসন্নতা ও অনুগ্রহ লাভ করা যায়।” হ্যারিসন সাহেব আরও বলেন ;—“ধৰ্ম্ম ও তত্ত্বজ্ঞানের সহিত সখ্য বন্ধন না করিলে, কোন প্রকার নৈতিক অনুশীলনই, চরিত্রের স্থিরতা সম্পাদন করিত্বে পারে না। ধৰ্ম্ম—অর্থাৎ পরাশক্তির উপর বিশ্বাস এবং তাহার প্রতি অন্তরের গভীর ভাব। আর তত্ত্বজ্ঞান, কি না, প্রকৃতিত্ব শৃঙ্খলা ও মনুয্যের ক্রমাভিব্যক্তি সম্বন্ধে কতকগুলি সাধারণ মত। সমস্ত নৈতিক সমস্ত দুই প্রকারে পুনর্গঠিত হইতে পারে। এক- : বুদ্ধ কিম্বা সেন্ট ফ্রানসিস ধৰ্ম্মমত প্রচার করিয়া যে প্রকা উৎসাহানল প্রজ্জ্বলিত করিয়াছিলেন, সেই প্রচণ্ড ধৰ্ম্মোৎসাহের দ্বারা নীতি গঠিত করা ; আর এক—বেনথাম্প্রচারিত আত্মস্থার্থ মতের উপর নীতিকে স্থাপন করা । নীতিতন্ত্র যতই বিশুদ্ধ ও উচ্চ হউক না, চিত্ত আবেগের ঘূর্ণ বায়ুর যহিত কিম্বা স্বার্থপরতা গৃঢ় প্রবর্তনার সহিত তুলনা করিলে, সকল নীতিতন্ত্রই ইনক হইয় পড়ে। ইহা নিশ্চিত, লোভ দ্বেষের উত্তেজনায় মানবচিত্ত যেরূপ উত্তপ্ত ও প্রজ্জ্বলিত হইয় উঠে, দয়াৱত্তির প্ররোচনায় ততট কখনই হয় না। ইতিহাস কেবল একটি শক্তি-একটিমাত্র শক্তিল । কথা আমাদের নিকট ব্যক্ত করে, যাহা এই সকল প্রবৃত্তির সহিত o o - o

  • সাময়িক সারসংগ্ৰহ । ጏ ፴፭ 鬆

স্বাধপ্ররোচনার সহিত সংগ্রাম করিয়া জয়ী হইয়াছে। কোন

ন কোন আকারে ধৰ্ম্মই সেই শক্তি।’ স্বার্থনিল অপেক্ষ o ধৰ্ম্মনেল যে প্রবলতর তাহ ইতিহাসে সপ্রমাণ হইয়াছে। সমস্ত

o [ মানব ইতিহাসে ইহা অপেক্ষ প্রবল শক্তি আর দ্বিতীয় নাই । ীি সভ্যতা যদি কেবল নৈতিক অনুশীলনের মধ্যেই বদ্ধ থাকে, তাহাতে হত্যাকাণ্ডের দারুণতা কিয়ৎপরিমাণে হ্রাস হইতে পারে অপেক্ষাকৃত পূৰ্ব্বাচস্তিত বলিয়া আরও ভয়ানক। হত্যাকাণ্ড যদিও বা কমে, জুয়াচুর প্রবঞ্চনার ভীষণ বিষবৃক্ষ সকল জন্মাইবার পক্ষে এই প্রকার সভ্যতা-ভূমি যে বিশেষ উপযোগী তাহাতে সন্দেহ o সাৰ্ব্বজনিক ব্যাঙ্ক । , o এপ্রিল মাসের “জেন্টেলম্যানস ম্যাগাজিন” পত্রে শ্ৰীমতী লিঞ্চ সাৰ্ব্বজনিক ব্যাঙ্কের উপকারিতা সম্বন্ধে অনেক কথা বলিয়াছেন। ইটালি ও জৰ্ম্মনিদেশে এইরূপ অনেকগুলি ব্যাঙ্ক আছে। এই | ব্যাঙ্কগুলি সহযোগিতার নিয়মে স্থাপিত, প্রতিযোগিতার নিয়মে ইপিত নহে! আমাদের দেশে স্থদের যেরূপ উচ্চ হার, তাহাতে আমাদের পল্লিগ্রামেও এইরূপ ধার দিবার কুঠি খুলিলে দরিদ্র কৃষ্ণকেরা ও মধ্যবিত্র গৃহস্থের মহাজনের কবল হইতে রক্ষণ পাইতে উলফ সাহেব বলেন" জৰ্ম্মনিদেশে, সাৰ্ব্বজনিক মহাজনী কুঠির সাহায্যে, প্রতিবৎসরে প্রায় ১৫ কোটি পৌণ্ড তোলা হয়—এই o সমস্ত টাকা বাণিজ্যে খাটে-একটি শিলিংও পড়িয়া থাকে না। বটে, কিন্তু এ অবস্থায় যে সকল হত্যাকাও উপস্থিত হয়, তাহা । ... --