পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Է եB সাধনা ৷ কেশব কি বিদ্যাসাগর, “এ ছখ নাশিতে” এ পর্যন্ত কেহই ত অঞ্জন্ধি সর হলেন না ! কি করি এখন মনের কষ্টে নিজেই বলি, E.I. “দারুণ বিধাত কেনরে আমারে ভারতে পাঠাল ডেপুটী করেরে। কোথায় কংগ্রেস, সুরেন কি কর, হয়ে অগ্রসর এ দুঃখ নাশরে ।” এত দুঃখ সত্ত্বেও ডেপুটীত্বে একটু সুখ ছিল, মনে মনে ভাবিতা । হাকিম ত বটি ! দশজনের নিকট একটু “পেগের বড়াই”ও ছিল । কিন্তু ছোটলাট ইলিয়াট বাহাদুর আমাদের সে ভুর ভাঙ্গিয়া দি ! ছেন । তিনি বলেন, ডেপুটী আবার হাকিম, তেল পোকা আবার o ਾਂ পার্থী ! এতদিন যে স্বখের স্বপ্ন দেখিতাম, এখন তাও ভাঙ্গি স্বাছে ! এখন শুধু ভাবি, “ডেপুটী বলিয়। এ তিন অrtখর ভারতে অনিল কে ? মধুর বলিয়। ছিনিয়া খাইমু তিতায় তিতিল ,দ ! হায় ! ডেপুটী-মুখের সাগর দেখিয়া নাহিতে নামিলাম তায় ! নাহিয়া উঠিয় ফিরিয়া চাহিতে লাগিল দুশ্বের বায় ! ! কেব। নিরমিল ডেপুটীসাগর নির্মল তার জল 1 ছুখের মকর ফিরে নিরস্তর প্রাণ করে টলমল !! ম্যাজিষ্ট্রেট জ্বালা, জয়েন্ট জিয়ল মাছে, জলের শিহাল৷


- - - 翻飄

মহাকবি কৃত্তিবাস । Կե : o o + 鵲 লাট পানিফল, কাটা যে সকল, 韃 সলিল বেড়িয়া আছে !! জজের পানীয় সদা লাগে গায়, _ 鬍 - চুকিয় খাইলে যদি, *. 鬍 অন্তর বাহিরে, কুটু কুটু করে, 蓟 i o তুখে দুখ দিল বিধি ! of 隱 কহে এডিটার, শুনহে ডেপুটী 韃 o সুখ দুখ দুটা ভাই- o o সুখের লাগিয়া যে ইয় ডেপুটী, o 誥 দুখ যায় তার ঠাই ।” o মহাকবি কৃত্তিবাস । সম্প্রতি সংবাদপত্রে রামায়ণরচয়িতা কবি কৃত্তিবাস সম্বন্ধে | একটা প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। কৃত্তিবাসের কালনির্ণয় সম্বন্ধে ক্ট লেখকের সিদ্ধান্ত সমীচীন বোধ না হওয়ার, আমরা তৎসম্বন্ধে 蔓 কিঞ্চিৎ আলোচনা আবশুক বলিয়া মনে করি। - o লেখক মহাশয় প্রবন্ধের আরম্ভেই বলিতেছেন, “সাড়ে পাঁচ o : শত বৎসরেরও অধিক হইল, বাঙ্গালার আদি কবি ও আদি লেখক o মহানুভব কৃত্তিবাস পণ্ডিত, রাণাঘাটের নিকট ফুলিয়া গ্রামে প্রাছ- o o ভূত হইয়া বাঙ্গালাভূমি ও বাঙ্গালী ভাষা উভয়কেই পবিত্র করিয়াছিলেন। অনেকের বিশ্বাস, চণ্ডিদাসই বাঙ্গালার তাদি কবি ; Eী এবং অনেকেই ভাবিয়া থাকে, কৃত্তিবাস তিন শত কি আড়াই শত বৎসরের লোক। বলা বাহুল্য, যে, উভয়েরই উহা অতি গুরুতর ৫ লজ্জাম্বর ভ্ৰম ” அ এতদিন অনেকেই বিদ্যাপতি ও চণ্ডিদাসকে বাঙ্গালাভাষার i o " কবি ও কৃত্তিবাসকে চৈতন্যদেবের পরসাময়িক বলিয়া জানি- -