পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------سمحمنان:تة عن ૭ , সাধন । শালের চোগা পরিধান করেছে। ছাইরঙের ওভারকোটুটা কেবল একটা ক্ষণিক শ্ৰীহীন আবরণ ছিল, যা ওদের আসীয়িক গঠনে ভাল মানাচ্ছিল না । - সুগন্ধ ধূম্র ঘরের উত্তপ্ত বাতাসে নানা প্রকার পরিবর্তনশীল জটিল ঘুরপাক অঙ্কিত করছে ; আস্তে আস্তে কথাবাৰ্ত্ত চলছে,-- বিষয়টা হচ্চে যুদ্ধ, ইস্লাটফ * , ও “মস্কাউ”দের + বিদায় গ্রহণ, এবং ইসলাম ও খলিফের অদৃষ্টে আল্লা কি মৃত্যুলিখন লিখেছেন । তৎসম্বন্ধীয়। আরব্য কাফির অতি ক্ষুদ্র পেয়ালা গুলি অনেকবার পূর্ণ ও শূন্য করা হয়েছে ; হারেমের রমণীগণ নিজেদের দেখাবার জন্যে উৎসুক, তারা একটু দরজা খুলে রূপার থালাগুল নিজে নিয়ে যেতে আসে। তাদের অঙ্গুলী প্রান্ত দেখা যায়, কখনো কখনো একটি চোখ, বা একটি ত্রস্তে অপসারিত বাহু ; এ ছাড়া আর কিছু নয়,—তার পরে তুরস্ক ঘড়ির পঞ্চম ঘটিকার সময় (আন্দাজ বারোটা) হারেমলিকের দরজা বন্ধ হয়ে যায়, স্থ নদরীগণ অার দেখা দেন না । ইস্মিদের শ্বেত মদিরা, যেটা কোরাণে নিষিদ্ধ নেই, একটিমাত্র গেলাসে দেওয়া হয়, এবং প্রচলিত প্রথানুসারে, সকলে তার থেকে একে একে খায়। ওই মদিরা এত অল্প খাওয়া হয় যে, একটি বালিকাও তার চেয়ে বেশী খেতে পারে, এবং এর কোন ফলাফলও নেই । অল্পে অল্পে কিন্তু মাথা ভারি হয়ে আসে, এবং ভাবগুল আবিছায়া হয়ে হয়ে ক্রমশঃ একটা অনির্দিষ্ট স্বপ্নে মিশিয়ে যায় । ইজেদিন অলি ও স্থলুইমান তাম্বুরীণ হাতে নিয়ে নিন্দালুসরে

  • রুষিয়ার সম্রাট । * রুষীয় ।

SSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMSSSMSSSتنة تمتيقنة تتة جينت تعييجي تينيته تنسىي त्रिzप्रव्र ८ज्ञाछि हैखांबूल । a আসিয়া থেকে, আগত পুরাতন স্বরে গান গায় । উৰ্দ্ধগামী ধূম্ৰ, নিমীলিত প্রায় দৃষ্টি, ঝিকঝিকে ঝিনুক, গৃহের ঐশ্বৰ্য্য, সব ক্রমে অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে আসে... ...তার পরে ধীরে ধীরে মোহ এসে উপস্থিত হয়, সকল মানুষিক বিষয়ের বাঞ্ছিত বিস্মৃতি । ভূত্যের কতকগুল য়াটাগ + নিয়ে আসে, তার উপর সকলে শুয়ে ঘুমিয়ে পড়ে। ... ... তার পরে সকাল হয় ; কাঠের জাফুরি, রঙীণ চিক্‌ ও রেশমের পরদার ভিতর দিয়ে দিনের যে তোয়ালে থাকে সেগুলি এত কারুকার্য্য ও জরি খচিত যে, বিলাতে লোকে ব্যবহার করতে কুষ্ঠিত হত। তামার অগ্নিপাত্রের চারিদিকে সমবেত হয়ে সকলে একটি করে সিগারেট খায়, তার পরে পরস্পরের কাছ থেকে বিদায় গ্রহণ করে । এই জাগরণটা বড় নীরস। যখন সকালবেলা আবার ইস্তালের কাদার ভিতর, রাস্তা ও বাজারের হট্টগোলের মধ্যে পড়া যায়, তখন মনে হয় যেন আরব্য উপন্যাসের কোন স্বপ্ন থেকে উঠে আসছি । -: ইস্তাম্বুল, ১৯শে মার্চ, ১৮৭৭ ৷ পাশাদের এই দেশত্যাগের হুকুম বজাঘাতের মতন আমার উপর এসে পড়েছিল ;–“ডীয়র হাউণ্ড”কে সাউথহ্যাম্পটনে তলব হয়েছিল। আমি এই আদেশ লঙ্ঘন করে আরও কিছু --- --

  • বোধ হয় খাটিয়৷ গতিকের কিছু হবে।

লোটির জাহাজের নাম ।