পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२७. হইল এবং - সাধন। g-osmos এবার ফিরাও মোরে! সংসারে সবাই যবে সারাক্ষণ শতকেৰ্ম্মে রত, তুই শুধু ছিন্নবাধা পলাতক বালকের মত মধ্যাহ্লে মাঠের মাঝে একাকী নিষঃ তরুচ্ছায়ে দূর-বনগন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্তবায়ে সারাদিন বাজাইলি বাশি —ওরে তুই ওষ্ঠ আজি! আগুন লেগেছে কোথা ? কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগত-জনে ? কোথা হতে ধ্বনিছে ক্ৰন্দনে । শূন্তাতল ? কোন অন্ধকারামাঝে জর্জর বন্ধনে অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষমুখ দিয়া ! বেদনারে করিতেছে পরিহাস স্বার্থোদ্ধত অবিচার! সঙ্কচিত ভীত ক্রীতদাস । লুকাইছে ছদ্মবেশে ! ওই যে দাড়ায়ে নতশির । “নেমকহারামির ফলভোগ কর” বলিয়া রায় মহাশয়ের ক্ষুদ্র দেহটাকে অবলীলাক্রমে বৈঠকখানার অপর দিকে ছুড়িয়া ফেলিল। । - অকালী সিং শূন্ত হস্তে গিয়াছিল –লাঠিখানাও সঙ্গে লয় নাই। কিন্তু তাতে কিছু এসে যায় না। আর কেহ অগ্রসর হইল না দেখিয়া ধীরে ধীরে দেউড়ীতে ফিরিয়া চলিল। বেদনার করুণ কাহিনী ; স্বন্ধে যত চাপে ভার— । বহি চলে মন্দগতি, যতক্ষণ থাকে প্রাণ তার,— । তার পরে সন্তানেরে দিয়ে যায় বংশ বংশ ধরি’ ; নাহি ভংসে অদৃষ্টেরে; নাহি নিন্দে দেবতারে স্মরি, মানবেরে নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুটি কোন মতে কষ্টক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাচাইয়া ! সে অন্ন যখন কেহ কাড়ে, . সে প্রাণে আঘাত দেয় গৰ্ব্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাড়াইবে বিচারের আশে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে ! এই সব মূঢ় স্নান মূক মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা ; ডাকিয়া বলিতে হবে— · মুহূৰ্ত্ত তুলিয়া শির একত্র দাড়াও দেখি সবে ! যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমা চেয়ে, । r {R = HRr 妄 や甘守כ"לeor-זי-אבסילה rרrרrמr: 늘 مع مصير ميتي T مت - ՀԿՀ ԱՀԿտ 5 يحمحمير যখনি দাড়াবে তুমি সম্মুখে তাহার,—তখনি সে পথ-কুকুরের মত সঙ্কোচে সত্ৰাসে যাবে মিশে ; দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে – তবে তাই লহ সাথে—তবে তাই কর আজি দান ! । বড় দুঃখ, বড় ব্যথা,—সম্মুখেতে কষ্টের সংসার । বড়ই দরিদ্র, শূন্ত, বড় ক্ষুদ্র, বদ্ধ, অন্ধকার! 8२१ কবি, তবে উঠে এস,—যদি থাকে প্রাণ