পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె 6 s সাধন । আবদ্ধ হব, তখনে কি তাকে ভালবাসব ? বিলাত, বিলাতী জীবনের একঘেয়ে চাল, বিরক্তিকর বন্ধুবান্ধব, অকৃতজ্ঞ লোক, সে সব আমি বিনা আপশোষ ও বিনা অনুতাপে পরিত্যাগ করছি। তামি একটা সবিশেষ গুরুতর সঙ্কটের সময়ে এই দেশকে আপনার করছি ; এই বসন্তকালেই, যুদ্ধ হয়ে আমাদের উভয়ের অদৃষ্ট নিরূপিত হয়ে যাবে। আমি আরিফয়ুসবাদী হব ; আমি যাদের ভালবাসি তাদের দেখতে যাবার জন্য ইংরাজরাজের নৌবিভাগে যতবার ছুটি পেয়ে থাকি, তখনো তাই পাব । 곳 ※ এক ঘণ্টার শেষে আমি দৃঢ় ও অটল সংকল্প স্থির করে ফেলুম; যাবার কথা মনে করতে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল । যে গম্ভীর সম্মতিবাচক শব্দে আমি তুরস্কদেশের সঙ্গে চিরবন্ধনে مرگ স্থলতানের নিকট আমার যাজ্ঞাজ্ঞাপনের অনুরোধ করতে আমি আবার পাশার দর্শন প্রার্থনা করলুম। ;: যখন পাশার সম্মুখে এলুম তখন আমার শরীর কঁপিছে বুঝতে পারলুম, এবং আমার চোখের সামনে দিয়ে একট, বাষ্প ভেসে গেল ;– আমি বল্লুম “জাহাপনা, আপনাকে ধন্যবাদ দিচ্ছি ; আমি সন্মত হতে পারিনে । কেবল অনুগ্রহ করে আমাকে স্মরণ e- ASA SSASASA AAA AAMM AAAA SAAAA AAAA AAAA S রাখবেন ; বিলাতে গিয়ে হয় ত আপনাকে লিখব।” যাহারা মান বস্বভাব, বিশেষতঃ পিয়ের লোটির স্বভাব কিছু মাত্র জানেন র্তাহার। এতক্ষণে বুঝিয়া থাকিবেন যে, লোটির যে কেবলমাত্র তুরস্ক দেশটাকে ছাড়িয়া যাইতে এমন হৃদয়বিদারক কষ্ট এবং প্রবল দ্বিধা হইতেছিল তাহা নহে, ইহার মধ্যে আরও পিয়ের লোটি ও ইস্তাম্বুল । ৯১, কিছু আছে। কিন্তু আমরা এ পর্য্যন্ত তাহার ডায়ারি হইতে কেবল তুরস্ক ও তুর্কীদের সম্পৰ্কীয় অংশগুলিই উদ্ধৃত করিয়াছি, র্তাহার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বিশেষ কিছু উল্লেখ করি নাই, সুতরাং এখনো করিব না ; বিশেষতঃ যখন সেট। সত্য কি না সে বিষয়ে সম্পূর্ণ সন্দেহ আছে। এখন হইতে র্তাহার ডায়ারিতে কেবল বিদায়ের আয়োজন এবং ইস্তাম্বলের সঙ্গে শেষ দেখা গুনীর কথা পাওয়া যায় । “তার পরে,তখন থেকে সত্যি সত্যি যাবার কথা ভাবতে হ’ল। সেই দিন সন্ধ্যাবেলায়ই আমি পেরার চক্রটা ঘুরে স্বনামখিত বিদায়লিপি বাড়িতে বাড়িতে তাড়াতাড়ি রেখে এলুম। আহম্মদ, ফিট্‌ফাটু বেশে সজ্জিত হয়ে, আমার ওভারকোটু বহন করে পিছনে পিছনে আসছিল । সে বলতে লাগল—‘লোটি, আমাদের ছেড়ে যাচ্ছ, এবং বিদায়-সাক্ষাৎ করে বেড়াচ্ছ ; - আমি বুঝতে পেরেছি। কিন্তু দেখ, যদি সত্যি হয় যে, তুমি আমাদের ভালবাস এবং এর তোমাকে বিরক্ত করে ; যদি 黄 エ 5: "...o. ६ حسي তবে সেগুল ছেড়ে দাও ; এই কু শ্ৰী কালো পোষাক এবং এই অদ্ভুত টুপি ছেড়ে দাও । শীঘ্র আমাদের সঙ্গে ইস্তাম্বুলে এস, এবং এই সব লোককে বিদায় করে দাও ।” - আtহম্মদের এই কথাগুলির জন্য অনেক লোকের কাছ থেকে আমার বিদায় নেওয়া হ’ল না । , - ইস্তাম্বুল, ২০ শে মার্চ, ১৮৭৭ ৷ সামুয়েলের সঙ্গে শেষ ভ্রমণ । আমাদের সময় অত্যন্ত -অল্প । নিদারুণ কাল এই শেষ ঘটাগুলি কেড়ে নিয়ে যাচ্ছে, তার পরে ---, -e. r -r: . . . st." so م...»... - ۳۰۰۰۰۰۰۰ مهم،