পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు সাধনা। । বিনিপয়সায় ভোজ । । ১১৭ কপালে কি সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখেচি ? আমার অক্ষয় বা নামটা কি তোমার পছন্দ হল না ? নাম বদলেছি ? আচ্ছা বাপু শরীরটি ত বদলানো সহজ ব্যাপার নয় ? উদয় বাবুর সঙ্গে কোনখানটা মেলে বল দেখি ? উদয় বাবুকে কখনো চাফুষ দেখনি ?–আচ্ছ একটু সবুর কর তোমার মনের আক্ষেপ মিটিয়ে দেব। বিস্তর দেরি হবে না, তিনি এলেন বলে ! আরে মোলো ! আবার কে আসে ? মশায়ের কোথেকে আসা হল ? মশায়েরও এখানে নিমন্ত্রণ আছে বুঝি ? বাড়িভাড়া ? কোন বাড়ির ভাড়া মশায় ? এই বাড়ির ৈ ভাড়াট। কত হিসেবে ? শাল দিচ্চেন বলেই যে বাড়ি ছেড়ে চলে যাব আমাকে তেমন গর্দভ ঠাওরাবেন না ! আপনি ঐখানেই বস্থান, যা যা বলবার অভিপ্রায় আছে বলে যান, আমি আহারান্তে বাড়ি ছেড়ে যাব ! বকে বকে আমার গলা শুকিয়ে এল, আর ত বঁচিনে । ক্ষিধেয় নাড়িগুলো বেবাক হজম হয়ে গেল ! ঐ যে পায়ের শব্দ । । ওহে উদয়, আমার অন্ধের নড়ি, আমার সাগরসেঁচা সাত রাজার ধন মাণিক, একবার উদয় হও হে! আর ত প্রাণ বঁাচে না ! তুমি আবার কে হে ? যদি গালমন্দ দেবার থাকে ত ঐখানে । বসে আরম্ভ করে দাও ! দোহারকি করবার অনেকগুলি লোক উপস্থিত আছেন । হরি বাবু আমাকে ডেকে পাঠিয়েচেন ? শুনে বড় সন্তোষ মাসে সতেরো টাকা ? তা হলে হিসেব করুন দেখি সাড়ে তিন ঘণ্টায় কত ভাড়া হয় ? - তাদের কোন দেখাসাক্ষাৎ নেই, আর র্যাদের সঙ্গে আমার কোন কালে কোন পরিচয় নেই তারা যে আজ প্রাতঃকাল থেকে আমাকে এত ঘন ঘন খাতির করচেন এর কারণ কি ? আচ্ছা মশায় হরি বাবু নামক কোন একটি ভদ্রলোক আমাকে কেন এমন অসময়ে স্মরণ করলেন, এবং হঠাৎ এতই অধৈৰ্য্য হয়ে উঠলেন বলতে পারেন কি ? কি ! আমি আমার স্ত্রীর বালা গড়াবার জন্যে র্তার কাছ থেকে নমুনাস্বরূপ গহনা এনে ফিরিয়ে দিচ্চিনে ? –দেখ, এ সম্বন্ধে আমার অনেকগুলি কথা বলবার ছিল কিন্তু আপাততঃ একটি বল্লেই যথেষ্ট হবে—আমি কারো কাছ থেকে কোন গহন । আনি নি এবং আমার স্ত্রীই নেই। প্রধান প্রধান কথা আর । না বলুবার ছিল সে আজকের মত মাপ করবেন—গলা শুকিয়ে ঠাট্টা করচিনে মশায়—মনের সেরকম প্রফুল্ল অবস্থা নয়! এ বাড়িতে নিমন্ত্রিত হয়ে আমি সাড়ে তিন ঘণ্টা কাল আছি। সে জন্যেও যদি ভাড়া দিতে হয় ত ন্যায্য হিসেব করে নিল । তামাকটা পৰ্য্যন্ত পয়সা দিয়ে খেয়েছি । - অজ্ঞে না, আপনি ঠিকটি অনুমান করতে পারেন নিআপনার ঈষৎ ভুল হয়েচে–আমার নাম উদয় নয়, অক্ষয় । এ রকম সামান্য ভুলে অন্ত সময় বড় একটা কিছু অাসে বায় নী কিন্তু বাড়ি ভাড়া আদায়ের সময় বাপ মায়ে যার বে নাম দিয়ে চেন সেইটে বাচিয়ে কাজ করলেই স্থবিধে হয় । ای আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলচেন ? মাপ 零歪বেন, ঐট পারব না ! সাড়ে তিন ঘণ্টা ধরে পেটের জালায় মরচি, ঠিক যেই খাবারটি আসবার সময় হল অমনি আপনি .......ہ۔۔ یہ پیج بن جعت: . . .*-r::