পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ সাধন । বল দেখি মোরে শুধাই তোমায়, অপরিচিত),— ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা, ঝলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অম্বরতল, দিকৃবধূ যেন ছলছল অণখি অশ্রুজলে, হোথায় কি আছে আtলয় তোমার উৰ্ম্মিমুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে ? তুমি হাস শুধু মুখপানে চেয়ে কথা না বলে’ ? তুহু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস ! অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছাস । ংশয়ময় ঘন নীল নীর, কোন দিকে চেয়ে নাহি হেরি তীর, অসীম রোদন জগৎ প্লাবিয়া ফুলিছে যেন ; তারি পরে ভাসে তরণী হিরণ, তারি পরে পড়ে সন্ধ্যা-কিরণ, వ్రై-థ్రెడ::శ** --ساس سلسمسماكسسسسس------------------------------------------- - r AeeAAASAASAASAASAAAS -- নিরুদেশ যাত্রা । তারি মঝে বসি এ নীরব হাসি । হাসিছ কেন ? - আমি ত বুঝি না কি লাগি তোমার বিলাস হেন ? যখন প্রথম ডেকেছিলে তুমি “কে যাবে সাথে ?” চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে । দেখালে সমুখে প্রসারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর, চঞ্চল আলো আশির মতন কপিছে জলে । তরীতে উঠিয়া শুধাতু তখন আছে কি হোথায় নবীন জীবন, আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে ? মুখপানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে’ ! তারপরে কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি । বেলা বহে যায়, পালে লাগে বtয়, সোনার তরণী কোথা চলে যায়, లిసె تتسعتقعت تعتحت تتشتتتعتعتحت