পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিদ্ধার্থ এখন একা হইলেন। পৃথিবীতে র্তাহার আর কেহ যত চলিলেন –সংসার, গৃহ, পরিবার, বন্ধুবান্ধব দূরতর হইতে লাগিল । উনত্রিংশ বৎসর বয়ঃক্রমে । সন্ন্যাস গ্রহণ করিলেন। বিলাস, সম্ভোগ যাহা কিছু বার ছিল সকলই তাহার হইয়াছিল। সৰ্ব্বপ্রকার সুখ আশস্বাদন শেষে সকল স্থখকে নীরস বলিয়া তিনি অগ্রাহ্য করি লন। সংসারে শান্তি নাই, এইজন্য তিনি এখন প্রকৃত শান্তির সন্ধানে নির্গত হইলেন। কি জানি তিনি কৃতকাৰ্য্য হইতে পারিবেন কি না ! তবে তিনি পৃথিবীতে একটা নুতন কাৰ্য্য করিবেন এই সম্বন্ধে তাহার মনে একটা ধ্রুব বিশ্বাস ছিল । এই हिंtरज सुंडिङ्डि ड्झु। डिन् ि5लेिन् ि।। 6*** চলিতেছেন, কোথায় যাইবেন, কিছুই জানেন না ; কেবল বেগে চলিতে লাগিলেন । সাত দিন তিনি একটি আম্রবনে কাটাইয়াছিলেন । তথায় তিনটা আশ্রম ছিল। তৃতীয় আশ্রমটি রৈবত ঋষির আশ্রম বলিয়। বিখ্যাত ছিল । এই তিন স্থানেই তিনি যথেষ্ট সমাদর পাইয়াছিলেন ।